Friday, August 22, 2025

রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত উপাচার্য, সঠিক সময়ে পৌষ মেলাও হচ্ছে, জারি বিজ্ঞপ্তি

Date:

পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই মেলা হবে। শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। এছাড়াও মেলার সবরকম আয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিন ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বভারতীয় সমস্ত আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা। বৈঠকেই পৌষমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে, নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে ৭ পৌষ শুরু হবে পৌষমেলা। পরিবেশ আদালতের নির্দেশ মেনে ঠিক ৪ দিন হবে পৌষমেলা। বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলা হয়েছে। ২২ অগাস্ট একটি সাত পাতার বিবৃতি জারি করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলেছিলেন। নিন্দার ঝড় উঠেছিল সর্বস্তরে। এ ঘটনায় কবিগুরুকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত বিশ্বভারতীর উপাচার্য। এপ্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।”

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মেলার মাঠে ব্যারিকেড দেওয়া নিয়ে অহেতুক সংশয় হয়েছে। সমস্ত রকম অসামাজিক কাজের হাত থেকে বাঁচানোর জন্য আশ্রমের চারপাশে দেওয়াল তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে এর থেকে বিরত থাকার উপায় নেই। সরকারি নির্দেশাবলী মেনে এবং জাতীয় পরিবেশ আদালতের আদেশ মোতাবেক পৌষ মেলার মাঠ আমরা ঘিরতে বাধ্য।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version