Wednesday, December 17, 2025

এবার বজবজ কলেজের বাংলা অনার্সের মেধাতালিকায় নাম সানি লিওনের!

Date:

Share post:

অদ্ভুত!

আশুতোষ কলেজের ইংরেজি মেধাতালিকার পর এবার বজবজ কলেজের বাংলা অনার্সের মেধাতালিকায় সানি লিওনের নাম। পরপর দুটি কলেজে একই ভুল? সত্যিই কি অনিচ্ছাকৃত ভুল? শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে বাংলা অনার্সের মেধাতালিকা প্রকাশ হলে তাতে ফের দেখা যায় অভিনেত্রীর নাম। বিষয়টি সামনে আসার পর ওই তালিকা থেকে সানির নাম সরিয়ে দেওয়া হয়। পরে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। বাংলা অনার্সের মেধাতালিকায় ১৮৩ নম্বরে সানি লিওনির নাম রয়েছে। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ২০২০৫৬১২৫৩৯-এরও উল্লেখ রয়েছে।

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পরপর দু’দিন একজনের নামই কেন বারবার তালিকায় উঠে আসছে? একবার ইংরেজি মেধাতালিকায়। আরেকবার বাংলা অনার্সের মেধাতালিকায়। তাও দু’টো আলাদা কলেজ।

বারবার একই ঘটনা ঘটে যাওয়ায় কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। শিক্ষা মহলের একাংশের দাবি, এই সব নামের আড়ালে যাঁরা রয়েছেন, তাঁরা ভর্তি হবেন না। কারণ ভর্তি হলে সামনাসামনি নথি যাচাই হবে, যা তাঁদের পক্ষে দেখানো সম্ভব হবে না।

তাঁদের কথায়, বর্তমানে বেশিরভাগ কলেজেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। অনেকাংশে সমগ্র প্রক্রিয়াই তৃতীয় কোনও সংস্থার তদারকিতে হয়। আবেদনপত্র থেকে মেধা তালিকা তারা প্রস্তুত করে। কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য আপলোড করলেও, কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে, সব কিছু খতিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না।

বাঁ দিকে, সংশোধিত তালিকা। ডান দিকে, আগের তালিকা

আরও পড়ুন- আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম নিয়ে সানির প্রতিক্রিয়া : ‘ক্লাসে দেখা হবে’

spot_img

Related articles

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...