Wednesday, August 27, 2025

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! পালাতে গিয়ে অসুস্থ প্রসূতি ও সন্তান

Date:

স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগও উঠলো। আর সেই আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে পেটের সেলাই কেটে যায় এক প্রসূতির, অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাতও। এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার হাদিপুর এলাকার ঝিকড়া-১ পঞ্চায়েতে।

অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল নেতা কামালউদ্দিন মণ্ডলের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। হামলার পাশাপাশি এলাকার তিনটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এছাড়া একাধিক দোকানে ভাঙচুর, ফাস্টফুড কর্নারে লুটপাট-সহ ব্যাপক বোমাবাজি হয় ওই এলাকায়।

খবর পেয়ে দমকলের একটি গাড়ি গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় আহত মোট পাঁচজন। অন্যদিকে, অসুস্থ প্রসূতি এবং তাঁর সদ্যোজাত সন্তান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূল নেতার বাড়ি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্ৰেফতারের দাবিতে বেড়াচাঁপা-হাড়োয়া রোডের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা।

পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় প্রায় দু’ঘণ্টা পর ওঠে অবরোধ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version