Saturday, November 15, 2025

কনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন নয়, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

কনটেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন জারি করা যাবে না। সাফ জানিয়ে দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক চারের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উদ্দেশে এই নির্দেশই দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যই স্থানীয় স্তরে সিদ্ধান্ত নিয়ে লকডাউন কার্যকর করেছে। কখনও কোনও রাজ্য নির্দিষ্ট দিনে গোটা রাজ্যে লকডাউন করেছে। কখনও আবার যেখানে সংক্রমণের হার বেশি রয়েছে এমন জায়গায় শুধু লকডাউন কার্যকর হয়েছে।

তবে এদিনের প্রকাশিত গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, জেলা, মহকুমা, ছোট শহর এমনকী গ্রামেও লকডাউন কার্যকর করা যাবে না। আর যদি একান্তই লকডাউন করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। আলোচনার সারতে হবে কেন্দ্রের সঙ্গে।

পশ্চিমবঙ্গতেও পুরসভা ভিত্তিক লকডাউনের ছবি দেখা গিয়েছিল। বারাসত, দক্ষিণ দমদমের মতো একাধিক পুরসভা এলাকায় কড়া লকডাউন হয়েছে। ফলে এদিনের নির্দেশিকা অনুযায়ী আর সেই ধরনের লকডাউন করা যাবে না। দেশে এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

এ রাজ্যের সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে রাজ্যে ওই তিন দিনের লকডাউন কী হবে? রাজ্য সরকার তবে কি বাতিল করবে এই তিন দিনের লকডাউন?

তবে কেন্দ্রীয় সরকারের এই গাইডলাইন পাওয়ার পর এ রাজ্যের প্রতিক্রিয়া মেলেনি এখনও।

আরও পড়ুন- JEE-NEET পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের দায়িত্ব নিচ্ছে ওড়িশা সরকার

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version