Thursday, August 21, 2025

মুম্বইয়ের DRDO অফিসে জেরার মুখোমুখি হলেও রিয়া চক্রবর্তীর উত্তরে সন্তুষ্ট হতে পারেনি CBI গোয়েন্দারা৷ শুক্রবার CBI- এর তলবে হাজিরা দিয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে DRDO অফিসে যান রিয়া৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। রিয়ার পর একে একে ফের ডাকা হবে ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির রাঁধুনি নীরজ ও রুমমেট সিদ্ধার্থ পিঠানিকেও৷

এদিকে সূত্রের খবর, রিয়ার উত্তরে CBI সন্তুষ্ট হয়নি৷ একাধিক প্রশ্নের উত্তর রিয়া না’কি এড়িয়ে গিয়েছেন৷ ফলে আরও কড়া জেরার মুখে পড়তে পারেন রিয়া৷ প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ CBI করতে পারে৷

জানা গিয়েছে, শুক্রবার রিয়ার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর CBI চায়৷ প্রশ্ন করা হলেও রিয়া সেভাবে উত্তর দেননি৷

এদিকে, জাতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অভিনেত্রীর ভাইকে CBI জিজ্ঞাসাবাদ করেছে৷ এই দু’জনের বয়ান CBI এখন খতিয়ে দেখছে৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে৷ ওই সংবাদমাধ্যমের খবর,
রিয়াকে যে সব প্রশ্ন করা হয়েছে, সেগুলি এ রকম :

◾কেন আপনি হঠাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর CBI তদন্ত চেয়েছেন? আপনি কি এই মৃত্যুর পিছনে কোনও রহস্যের গন্ধ পেয়েছেন ? কেন এমন ধারনা হলো ?

◾ গত ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন?

◾ ৮ জুন কি আপনাদের মধ্যে কোনও ঝগড়া হয়েছিল? কেন ?

◾ সুশান্তেরর মৃত্যুর খবর আপনি কীভাবে জেনেছেন ? কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?

◾ মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন? না গেলে, কেন গেলেন না ?

◾ সুশান্ত সিং রাজপুত কি কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন? কেন করেছিলেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে ৯ থেকে ১৪ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল?

◾আলাদা থাকার সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন?

◾ আপনি কি সুশান্তের ফোন কল আর মেসেজ এড়িয়ে যেতেন ? তেমন করলে, কেন করতেন?

◾ আপনি কেন সুশান্তের নম্বর ব্লক করেছিলেন?

◾ সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি, স্বাস্থ্য পরীক্ষার নথি, চিকিৎসক ও মনোবিদের বিবরণ সম্পর্কে কী জানেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

এই প্রশ্নগুলির মধ্যে না’কি ৫-৬টি প্রশ্নের উত্তর দিতে পারেননি অথবা উত্তর দিতে চাননি রিয়া৷ CBIয়ের ধারনা, ইচ্ছা করেই এই কাজ করেছেন রিয়া৷

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version