JEE-NEET পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের দায়িত্ব নিচ্ছে ওড়িশা সরকার

JEE ও NEET পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ানোর যাবতীয় দায়িত্ব নিচ্ছে ওড়িশা সরকার। পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বহন করবে সরকার।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যে দোসর বন্যা। ওড়িশার একটি বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও রকম বিপদ বা ঝুঁকির সৃষ্টি হয়, তার জন্য থাকা, খাওয়া ও যাতায়াতের যাবতীয় খরচের দায়িত্ব নিল সরকার। প্রসঙ্গত ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী। সেপ্টেম্বরের ১ থেকে ৬-এর মধ্যে JEE পরীক্ষা হবে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণ-মামলার রায় সোমবার

Previous articleসুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণ-মামলার রায় সোমবার
Next articleকনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন নয়, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের