টম ব্যান্টনের দাপট সত্ত্বেও ইংল্যান্ড- পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচে ভিলেন বৃষ্টি

শুক্রবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর ছিল এদিকে । টেস্ট সিরিজে হারের পরে পাকিস্তানের সমর্থকরা আশায় ছিলেন বাবর আজমরা জবাব দেবেন তিন টি-টোয়েন্টির সিরিজে। ওল্ড ট্র্যাফোর্ডে এ দিন টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্যাঁতসেঁতে আবহাওয়ার ফায়দা তোলার জন্য। কারণ, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির জন্য প্রায় সারাদিনই
কভারে ঢাকা ছিল পিচ।
অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বোলাররা শুরুতে ধাক্কাও দেয় ইংল্যান্ডকে। দলের তিন রানের মাথায় জনি বেয়ারস্টোকে ফেরান ইমাদ ওয়াসিম। এর পরে অবশ্য পরিস্থিতি সামাল দেন টম ব্যান্টন (৪২ বলে ৭১) এবং দাউয়িদ মালান (২৩ বলে ২৩)। পাকিস্তান অবশ্য এই সময় দ্রুত কয়েকটি উইকেট তুলে নেয়। এর পরেই বৃষ্টির জন্য খেলা থেমে যায়। তখন ইংল্যান্ডের রান ১৬.১ ওভারে ১৩১-৬।

 

 

 

 

Previous articleআচমকা বিকট শব্দে চলন্ত গাড়িতে বিস্ফোরণ! বাকিটা গায়ে কাঁটা দেওয়ার মতো
Next articleপরিবারের সদস্য খুন হওয়াতেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রায়না