Wednesday, November 12, 2025

রাজনৈতিক নেতাদের সঙ্গে জঙ্গি যোগ! বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

রাজনৈতিক নেতাদের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ তুলে সরব হয়েছেন ত্রিপুরার বাম নেতৃত্বরা। শুক্রবার রাজ্যের বাম পরিষদীয় দল মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, সেখানেই এই অভিযোগ করেন তাঁরা। যদিও এই কথা উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, সিপিআইএমের সঙ্গেই জঙ্গিদের যোগাযোগ ছিল। বাম আমলে সেই প্রমাণ পাওয়া গিয়েছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে। আর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজনৈতিক নেতারা। সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এই খবর। তাঁর আশঙ্কা, রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট হতে পারে। বাম সরকার সন্ত্রাস মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, ” ৩৫০-র বেশি কর্মী, সমর্থক, জনপ্রতিনিধি সন্ত্রাসবাদের বলি হয়েছেন। মুখ্যমন্ত্রীকে আমরা সব জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

মানিক সরকার এই অভিযোগ করতেই। সোচ্চার হয়েছে বিজেপি। এ প্রসঙ্গে নব্যেন্দু ভট্টাচার্য বলেন, “ত্রিপুরায় হিংসার রাজনীতির সূচনা করেছিল সিপিআইএম। আমরা আগেও বলেছি সন্ত্রাসবাদের সঙ্গে যোগাযোগ রেখেছে সিপিআইএম। ত্রিপুরায় উগ্রপন্থার বাড়বাড়ন্ত হয় তাদের হাত ধরেই।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version