Friday, December 19, 2025

৪ কোটি ১৬ লাখে বিক্রি হল ডাবল ডায়মন্ড টেক্সেল! জানেন কেন?

Date:

Share post:

পেটানো শরীর, নিখুঁত মাথা ও মসৃণ সোনারঙের দেহ। ভেড়ার এমন একটি শাবকের দাম ৪ কোটি ১৬ লাখেরও বেশি। আর হবেই বা না কেন ভেড়াটির নামও যে ডাবল ডায়মন্ড! কয়েক মিনিটের মধ্যেই ছয় মাস বয়সী শাবকটির দাম এর আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
ডাবল ডায়মন্ড’ এর জন্য এত বিপুল পরিমান অর্থ পাওয়া যাবে, তা কল্পনাও করতে পারেননি নিলামে ভেড়াটিকে বিক্রির জন্য নিয়ে আসা চার্লি বোডেন ও তাঁর পরিবারের সদস্যরা। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। কিন্তু নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে ‘ডাবল ডায়মন্ড’কে কেনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চড়চড় করে বাড়তে তাকে দাম। শেষ পর্যম্ত ৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে ‘ডাবল ডায়মন্ড’কে কিনে নেয় প্রটেক্টার্স ফার্ম।বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া ‘ডাবল ডায়মন্ড’। নিখুঁত পা, উজ্জ্বল গায়ের রং আর উপরের অংশ ভেলভেটের মতো মসৃণ ও চমৎকার।’
তবে প্রশ্ন উঠেছে কেন এত দাম পেল ভেড়াটি।
মনে করা হচ্ছে এর কারণ হল শাবকটির অন্ডকোষের সাইজ ও তার প্রজনন ক্ষমতা। ভারী পেশীবহুল ভেড়াটি জিনগতভাবে নিখুঁত।
এই শাবকটি টেক্সেল প্রজাতির । টেক্সেল হলো উচ্চ চাহিদাসম্পন্ন একটি ভোড়ার প্রজাতি, যা নেদারল্যান্ডের উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপ টেক্সেল থেকে আসে।
ডাবল ডায়মন্ড সেরা জেনেটিক্সের অসামান্য এক প্রাণী। রেকর্ড ভাঙা এই ভেড়ার শাবকটি ছিল ইংল্যান্ডের চেশায়ারের চার্লি বোডেন পরিবারের। ডাবল ডায়মন্ড বিক্রির আগে নিলামে বিক্রি হওয়া ভেড়ার দামের আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে, ২ লাখ ৩০ হাজার ডলার।আইকেন বলেছেন, তাকে আর সবার থেকে আলাদা করে বিশেষভাবে বড় করে তোলা হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শুক্রাণু কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে। আইকেন আর তার স্ত্রী ল্যাঙ্কাশায়ারের ফার্মে টেক্সেল প্রজনন করেন।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...