Saturday, November 8, 2025

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযানের ডাক বিজেপি যুব মোর্চা’র

Date:

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযান করবে বিজেপির যুব মোর্চা।

রবিবার যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ একথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, যুব মোর্চার কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়া, রাজ্যে গণতন্ত্র লুঠ-সহ একাধিক অভিযোগে এই নবান্ন অভিযান হবে৷ তবে অভিযানের দিন এখনও ঠিক হয়নি।
এদিন যুব মোর্চার নতুন রাজ্য কমিটিও ঘোষণা করেন সৌমিত্র খাঁ। রাজ্য কমিটিতে সহ-সভাপতি পদে আনা হয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে৷ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও পদ পেয়েছেন৷

যুব মোর্চার নতুন কমিটি নিয়ে শনিবার প্রকাশ্যেই আপত্তি তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ বাবুর বক্তব্য, যুব মোর্চার রাজ্য কমিটি আগে ঘোষণা হয়, তারপর জেলা সভাপতিদের নাম ঘোষণা করতে হয়। এটাই নিয়ম। এরপরই ঘোষিত সেই নামের তালিকা বাতিল করা হয়। রবিবার যুব মোর্চার রাজ্য কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। সূত্রের খবর, যুব মোর্চার জেলা সভাপতিদের নামের তালিকা নিয়ে সৌমিত্র খাঁ’র সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে মতের মিল না হওয়ায় থাকায় জেলা সভাপতিদের নামের তালিকা বাতিল করা হয়েছে। পরে জেলা সভাপতিদের নাম জানানো হবে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version