Thursday, August 21, 2025

পুজোর আগেই হাল ফেরাতে হবে রাস্তার, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

বর্ষায় বেহাল অবস্থা রাস্তার। টানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে জমে আছে জল। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবার পুজোর আগেই সমস্ত রাস্তার হাল ফেরানোর কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী সপ্তাহের মধ্যে বেহাল রাস্তার রিপোর্ট জমা দিতে হবে । রিপোর্ট পাওয়ার পর রাস্তার কাজ শুরু হবে। সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর নবান্নে হবে বিশেষ বৈঠক।

নবান্ন সূত্রে খবর, রাস্তা সারাইয়ের হিসেব তৈরি করে পাঠানো হবে অর্থ দফতরকে। ইতিমধ্যেই সবরকম পদক্ষেপ শুরু করেছে নবান্ন। শুধু বড় রাস্তা নয়, পাড়ার ছোট রাস্তা, গ্রামের রাস্তা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ইতিমধ্যেই সখেরবাজার শখের বাজারের গুরুত্বপূর্ণ রাস্তার প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া যাওয়ার রাস্তার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, ইএম বাইপাসের হাল সবথেকে খারাপ। সামান্য বৃষ্টিতেই জল জমে। সোনারপুর থেকে সায়েন্স সিটি যাওয়ার এই রাস্তা নিয়ে রয়েছে বহু অভিযোগ। সোনারপুর পঞ্চায়েতের তরফে বলা হয়, “এই রাস্তা ভালোই ছিল বর্ষার ফলে খারাপ হয়েছে।” তবে অটো, টোটো চালক এবং পথচারীরা রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ করেছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version