ভারতে ফের একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড, আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ পার

0
1

আনলক-ফোর পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে যখন মেট্রো ও লোকাল ট্রেন চালানোর চিন্তাভাবনা শুরু করেছে, ঠিক তখনই আরও বিপর্যয় নেমে এলো দেশজুড়ে। অগস্টের শেষেও করোনার দাপাদাপি অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার সংখ্যাটি উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিলো।

দেশে একদিনে করোনা আক্রান্তে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮ হাজার ৭৬১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে এপর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪। পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৪৮ জন করোনা রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মৃত্যু বেড়ে হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৯৩৫ জন করোনাজয়ী।