দুষ্কৃতীদের “স্বর্গরাজ্য” ভাটপাড়ায় এবার কিশোরের মাথায় গুলি, এলাকায় ব্যাপক উত্তেজনা

উত্তর ২৪ পরগণার ভাটপাড়া দুষ্কৃতীদের “স্বর্গরাজ্য” হয়ে উঠেছে। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, প্রতিদিন এলাকার ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, হালিশহরে খুনখারাপি-বোমাবাজি লেগেই রয়েছে।

ফের একবার জগদ্দলে প্রকাশ্যে শ্যুটআউট। এবার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক কিশোরের মাথায় গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল ওয়াকার নামের বছর ষোলোর ওই কিশোর। তাকে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগদ্দলে ৫ নম্বর গলিতে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এমনটা ঘটেছে। রাস্তাজুড়ে মহরমের ডঙ্কা বাজাচ্ছিল ছোটরা। অভিযোগ, তখন সেখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত পঙ্কজ ও সাদ্দামের দলের গুন্ডার। সাদ্দামরা তাদের রাস্তা দিয়ে সরে যেতে বলে। ওই কিশোর পাশ না দিতেই বাইক থেকে নেমে আচমকা তারা দু’রাউন্ড গুলি চালায়। রাস্তা ফাঁকা করার জন্য একটি গুলি শূন্যে চালায় তারা, আর পরের গুলিটি আব্দুল ওয়াকারের মাথা লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ।

ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসীরা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।