Thursday, August 28, 2025
  • সাধারণ মানুষ নিজেদের কাজ করছেন
  • গণেশ উৎসব অনলাইনে হয়েছে
  • বিহারে ৬০ ঘণ্টা লকডাউন পালন করছে বহু বছর ধরে
  • এই সময় কেউ ঘর থেকে বেরোয় না
  • আদিবাসী ভাই বোনরা এই সময় নিজেদের মধ্যে উৎসব পালন করে
  • ওনাম পালন করা হয়
  • ওনাম উৎসব সারাবিশ্বে পালন করা হয়। আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে।
  • কৃষকদের শক্তিতে আমাদের সমাজ চলে
  • কৃষকরা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে নিজেদের শক্তি দেখিয়েছে
  • এবছর ফলন গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি হয়েছে
  • এর জন্য দেশের কৃষকদের অভিনন্দন জানাই
  • ভারতের শিশুদের কীভাবে নতুন খেলনা দেব এই নিয়ে ভাবনা শুরু করেছে কেন্দ্র
  • খেলনা মন ভালো করে এবং আকাঙ্ক্ষা তৈরি করে
  • রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঘরের বিভিন্ন জিনিস নিয়ে বন্ধুদের সঙ্গে খেলেছেন
  • যে শিশুরা আগে খেলায় ডুবে যেত, তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো খেলনা।
  • খেলনা উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত ভেদাভেদ তৈরি করল
  • রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, খেলনা এমন হওয়া উচিত যাতে শিশুর মন বিকাশ হয়
  •  স্থানীয় খেলনার বহু কেন্দ্র আছে দেশে।
  • গ্লোবাল টয় ইন্ডাস্ট্রি র মধ্যে ভারতের অনেক কম
  • বড় এবং ছোট উদ্যোগে খেলনার ইন্ডাস্ট্রি বড় করতে হবে
  • খেলার সঙ্গে গৌরব অতীত প্রতিষ্ঠান করতে পারি
  • আসুন একসঙ্গে খেলনার মাধ্যমে লোকালকে ভোকাল করি
  • স্মার্টফোনের যত গেম হয়, তার বিদেশি গেম বেশি
  • দেশের যুবদের বলছি, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে গেম বানান
  • অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজী বলেন, দেশবাসীর মধ্যে আত্মসম্মান গড়ে তোলার প্রক্রিয়া
  • প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে
  • ভারতীয়দের নতুন জিনিস উদ্ভাবনের কদর সবাই করে
  • আত্মনির্ভর ভারতের নতুন অ্যাপ তৈরি করেছে
  • এর মধ্যে আছে ‘কতুটি’ কিডস লার্নিং অ্যাপ
  • স্টেপস সেট গো, কু, চিঙ্গারি মতো নতুন অ্যাপ তৈরি করা হয়েছে
  • আপনিও নতুন কিছু তৈরি করুন সেটাকে বাস্তবায়িত করুন
  • তাতে সারা দুনিয়ায় ভারতের নতুন পরিচিতি তৈরি হবে
  • ভারতের এখন যে বড় বড় কোম্পানি আছে তারাও কখনো স্টার্টআপ ছিল
  • সারা দেশে সেপ্টেম্বর মাস জুড়ে পুষ্টি মাস পালন করা হবে
  • পুষ্টির মাধ্যমে মানসিক এবং বুদ্ধি বিকাশ হয়
  • শিশুদের পাশাপাশি মায়ের পুষ্টি দরকার
  • পুষ্টির আন্দোলনে অংশগ্রহণ করতে হবে
  • শিশুদের জন্য প্রতিযোগিতা হোক, পুষ্টির জন্য মনিটর হোক
  • ফুড এন্ড নিউট্রেশন সপ্তাহ পালন করা হবে
  • স্ট্যাচু অফ ইউনিটির পাশে নিউট্রিশন পার্ক তৈরি করা হয়েছে
  • সোফি এবং বদিকে সম্মানিত করা হবে।
  • ওদের মতো অনেক সারমেয় দেশের জন্য প্রাণ বলি দিয়েছে
  • সারমেয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট বড় ভূমিকা থাকে
  • ভারতীয় সারমেয়রা অত্যন্ত বুদ্ধিমান হয়
  • এদেরকেও সেনা, পুলিশের সঙ্গে কাজে লাগানো হচ্ছে
  • বাড়িতে কুকুর কিনলে ভারতীয় কুকুর কিনুন
  • আর কিছুদিন পর আমরা শিক্ষক দিবস পালন করব
  • ভাইরাস কালে শিক্ষকদের জীবনে পরিবর্তন এসেছে
  • শিক্ষকরা নতুন জিনিসকে স্বাগত জানিয়েছেন
  • ভারতীয় শিক্ষানীতি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে শিক্ষকরা
  • ২০২২ সালে ৭৫ তম স্বাধীনতা দিবস
  • স্বাধীনতা সংগ্রাম, সংগ্রামীদের নাম শিক্ষকদের জানাতে হবে ছাত্রদের
  • কবিতা লেখা, রিসার্চ বা কোনও জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে পরিচিত করতে হবে।
  • ভাইরাস তখনই যাবে যখন আপনি সচেতন হবেন

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version