২২ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না আলু। হিমঘর মালিকদের নির্দেশ দিল রাজ্য সরকার। খোলা বাজারে আলুর দাম ২৫টাকার মধ্যে বেঁধে রাখার জন্যই এই উদ্যোগ। শনিবার রাজ্য সরকারের কৃষি বিপণন দফতর, হিমঘর মালিক এবিং নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে হিমঘর মালিকদের বলা হয়, কিছুতেই ২২টাকার বেশি দরে আলু বাজারে বিক্রি করা যাবে না। এই নির্দেশ কড়াভাবে মানল্ব তবেই খোকা বাজারে ২৫ টাকায় মানুষ আলু কিনতে পাবেন। রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, খোলা বাজারে ২৫ টাকা কেজি দরের বেশি দামে আলু বিক্রি করা যাবে না।
