Monday, November 10, 2025

মা দাদাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল নাবালিকার বিরুদ্ধে। নিজেই খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে ওই নাবালিকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের কয়েক কিলোমিটারের মধ্যে অভিজাত গৌতমপল্লি এলাকায় ঘটে এই ঘটনা । রেলের এগজিকিউটিভ ডিরেক্টর আর ডি বাজপেয়ীর স্ত্রী মালিনী (৪৫) ও ছেলে শরদ (২০)-এর খুনের খবর রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পায় পুলিশ। বাংলোর বেডরুমে দেহ দু’টি উদ্ধার হয়। খবর পেয়ে মাঝপথেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক বন্ধ করে দেন রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি লখনউ রওনা হন।

এই প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পান্ডে জানিয়েছেন , “রেল কর্তার মেয়ে মানসিক অবসাদে ভুগছিল। ওই নাবালিকা নিজেই মা এবং দাদাকে খুন করেছে বলে স্বীকার করে । অপেশাদার শুটিং প্রতিযোগিতায় যোগ দিত সে । নিজের বন্দুক দিয়েই এই কাণ্ড ঘটায় । মা এবং দাদা কে খুন করার পর নিজের হাতে রেজার দিয়ে ক্ষতবিক্ষত করে ওই নাবালিকা।”
পুলিশ জানিয়েছে, রেজারে হাত কেটে নিজের রক্ত দিয়ে বাথরুমের আয়নায় মেয়েটি লিখেছিল, ‘‘মানুষ হিসেবে আমি ডিসকোয়ালিফায়েড।’’ মেয়েটিকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে।

মানসিক অবসাদের কারণে এই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তে মনে হলেও, আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই নাবালিকাকে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version