সিবিআই দফতরে রিয়া ও সৌভিক, টানা তিন দিন জেরার মুখে অভিনেত্রী

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় আজও রিয়া চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এই নিয়ে টানা তিন দিন গোয়েন্দাদের জেরার মুখে রিয়া। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন রিয়া ও তাঁর ভাই সৌভিক।

গত দুদিনে মোট ১৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়াকে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন রিয়া ও তাঁর ভাই সৌভিক। সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি সিবিআই। যে কারণে, এদিন ফের তলব করা হয়।

রিয়ার আগেই ডিআরডিও গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যায় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। যার সঙ্গে রিয়ার বেশ কিছু ‘ড্রাগ চ্যাট’ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।

সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যু মামলায় জোরগতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনসিবিও। সূত্রের খবর, ড্রাগ মামলায় ইতিমধ্যেই মুম্বইয়ের একাধিক জায়গায় হানা দিয়ে দু’জন ড্রাগ ডিলারকে হেফাজতে নিয়েছে এনসিবি।