Sunday, January 11, 2026

অনুপস্থিত কাউন্সিলরদের তৃণমূল বিধায়কের হুমকি, গোঁজ প্রার্থী দিয়ে হারাব

Date:

Share post:

দলের বৈঠকে হাজির ছিলেন না বেশ কিছু কাউন্সিলর, নেতারা। আর তাতে রেগে গিয়ে কুলটির তৃণমূল বিধায়ক বললেন, আগামী ভোটে এদের কাউকে টিকিট দেব না। আর টিকিট পেলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে হারিয়ে দেব। বিস্ফোরক এই বক্তব্য সুপ্রিমো পর্যন্ত পৌঁছনোয় পরিস্থিতি সামাল দিতে নেমে জেলা সভাপতি বলছেন, এটা নাকি বিধায়কের অভিমানের কথা। আসলে এই ঘটনায় আসানসোলের তৃণমূল কংগ্রেসের চার গোষ্ঠীর লড়াই প্রকাশ্যে চলে এসেছে।

শনিবার কুলটির একটি প্রেক্ষাগৃহে কুলটি বিধানসভার দলের, সংগঠনের নেতৃত্ব, কাউন্সিলরদের বৈঠকে ডাকেন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কিন্তু দেখা যায়, ২৭জন কাউন্সিলেরর মধ্যে ১১জন উপস্থিত হয়েছেন। সভায় বলতে উঠে উজ্জ্বলবাবু নিজের ক্ষোভ ঢেকে রাখেননি। তিনি বলেন, একদল কাউন্সিলর আর নেতা বৈঠকে আসে না। এরা শাসক দলে থাকার সব সুবিধা নেয়, অথচ কাজ করে না। এদের প্রার্থী তো করব না। আর ফাঁকতালে প্রার্থী হলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে হারাব। এভাবে আগেও হারিয়েছি। উজ্জ্বলবাবু একথা বলার পর সভা থেকেই প্রতিবাদ ওঠে। পরে কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, প্রথমত, উজ্জ্বলবাবুর বৈঠকের কথা জানান না। আর দ্বিতীয়ত হারানোর প্রশ্নে বলি, উজ্জ্বলবাবু কোথাকার কোন রবিনহুড যে তিনি জেতাবেন, হারাবেন। তৃণমূলের প্রার্থীরা জেতে মমতা ব্যানার্জির নামে। আসলে কুলটির তৃণমূল কংগ্রেস বহুধা বিভক্ত। সম্প্রতি একটি জল প্রকল্পের উদ্বোধন করেন আসানসোলের মেয়র। কিন্তু তাঁর এলাকায় উদ্বোধন হলেও ডেপুটি মেয়র তবসুম আরাকে ডাকেননি মেয়র। সে নিয়ে মেয়রের দিকে তোপ দাগা হয়। যদিও মেয়র তথা জেলা সভাপতির নীতি হলো পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো। সেবার যেমন তিনি দলে গোষ্ঠী রাজনীতির জবাব দেননি, তেমনি এবার বলছেন, উজ্জ্বলদা অভিমানে একথা বলছেন। যদিও ঘটনা হলো যারা বৈঠকে যাননি, তারা মেয়রের গোষ্ঠী বলেই পরিচিত। তাঁরা উজ্জ্বলবাবুকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলতে অনুপস্থিত ছিলেন। উজ্জ্বল ও জিতেন্দ্র তেয়াওয়ারির লড়াই এলাকার সকলেই জানেন। গত লোকসভা ভোটের সময় উজ্জ্বল বলেছিলেন, আসানসোল থেকে কেউ দল চালাতে চাইলে মানবো না। আর এই লড়াইয়ে বাইরে থেকে মজা দেখছেন আরও দুই গোষ্ঠী মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠরা ও এডিডিএ-র কর্তা তাপস চ্যাটার্জি।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...