Thursday, November 13, 2025

অনুপস্থিত কাউন্সিলরদের তৃণমূল বিধায়কের হুমকি, গোঁজ প্রার্থী দিয়ে হারাব

Date:

Share post:

দলের বৈঠকে হাজির ছিলেন না বেশ কিছু কাউন্সিলর, নেতারা। আর তাতে রেগে গিয়ে কুলটির তৃণমূল বিধায়ক বললেন, আগামী ভোটে এদের কাউকে টিকিট দেব না। আর টিকিট পেলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে হারিয়ে দেব। বিস্ফোরক এই বক্তব্য সুপ্রিমো পর্যন্ত পৌঁছনোয় পরিস্থিতি সামাল দিতে নেমে জেলা সভাপতি বলছেন, এটা নাকি বিধায়কের অভিমানের কথা। আসলে এই ঘটনায় আসানসোলের তৃণমূল কংগ্রেসের চার গোষ্ঠীর লড়াই প্রকাশ্যে চলে এসেছে।

শনিবার কুলটির একটি প্রেক্ষাগৃহে কুলটি বিধানসভার দলের, সংগঠনের নেতৃত্ব, কাউন্সিলরদের বৈঠকে ডাকেন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কিন্তু দেখা যায়, ২৭জন কাউন্সিলেরর মধ্যে ১১জন উপস্থিত হয়েছেন। সভায় বলতে উঠে উজ্জ্বলবাবু নিজের ক্ষোভ ঢেকে রাখেননি। তিনি বলেন, একদল কাউন্সিলর আর নেতা বৈঠকে আসে না। এরা শাসক দলে থাকার সব সুবিধা নেয়, অথচ কাজ করে না। এদের প্রার্থী তো করব না। আর ফাঁকতালে প্রার্থী হলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে হারাব। এভাবে আগেও হারিয়েছি। উজ্জ্বলবাবু একথা বলার পর সভা থেকেই প্রতিবাদ ওঠে। পরে কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, প্রথমত, উজ্জ্বলবাবুর বৈঠকের কথা জানান না। আর দ্বিতীয়ত হারানোর প্রশ্নে বলি, উজ্জ্বলবাবু কোথাকার কোন রবিনহুড যে তিনি জেতাবেন, হারাবেন। তৃণমূলের প্রার্থীরা জেতে মমতা ব্যানার্জির নামে। আসলে কুলটির তৃণমূল কংগ্রেস বহুধা বিভক্ত। সম্প্রতি একটি জল প্রকল্পের উদ্বোধন করেন আসানসোলের মেয়র। কিন্তু তাঁর এলাকায় উদ্বোধন হলেও ডেপুটি মেয়র তবসুম আরাকে ডাকেননি মেয়র। সে নিয়ে মেয়রের দিকে তোপ দাগা হয়। যদিও মেয়র তথা জেলা সভাপতির নীতি হলো পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো। সেবার যেমন তিনি দলে গোষ্ঠী রাজনীতির জবাব দেননি, তেমনি এবার বলছেন, উজ্জ্বলদা অভিমানে একথা বলছেন। যদিও ঘটনা হলো যারা বৈঠকে যাননি, তারা মেয়রের গোষ্ঠী বলেই পরিচিত। তাঁরা উজ্জ্বলবাবুকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলতে অনুপস্থিত ছিলেন। উজ্জ্বল ও জিতেন্দ্র তেয়াওয়ারির লড়াই এলাকার সকলেই জানেন। গত লোকসভা ভোটের সময় উজ্জ্বল বলেছিলেন, আসানসোল থেকে কেউ দল চালাতে চাইলে মানবো না। আর এই লড়াইয়ে বাইরে থেকে মজা দেখছেন আরও দুই গোষ্ঠী মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠরা ও এডিডিএ-র কর্তা তাপস চ্যাটার্জি।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...