কেন্দ্রীয় সরকার বিমানবন্দর এবং উড়ান চালাবে না: হরদীপ সিং পুরি

বিমানবন্দর বেসরকারি হাতে দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে। এবার কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি সাফ জানালেন, সরকার বিমানবন্দর এবং উড়ান চালাবে না। চলতি বছরই বেসরকারিকরণের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “এয়ার ইন্ডিয়া দেশের একটা বড় সম্পদ। খুব ভালো রেকর্ডও আছে। কিন্তু সরকার আর কোনও বিমানবন্দর বা উড়ান চালাবে না। আমি আশাবাদী এবছরই বেসরকারিকরণের কাজ শেষ হবে।”

চলতি মাসেই পিপিপি মডেলে দেশের তিন বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে বেসরকারি হাতে তুলে দেওয়া হয় জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বিমানবন্দর। তিরুবনন্তপুরম বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। অন্যদিকে, আমদাবাদ, ম্যাঙ্গালোর, লখনউ বিমানবন্দরের বেসরকারিকরণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে, আদানি এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট ছ’টি বিমানবন্দরের দায়িত্ব নেবে।

Previous articleমাস্ক নেই! পরনের জামা খুলে মুখে বাঁধাল পুলিশ
Next articleবাবার উৎসাহ ও অনুপ্রেরণাতেই ব্যাডমিন্টনে হাতেখড়ি, ইনস্টাগ্রাম লাইভে অকপট পি ভি সিন্ধু