সংবাদ সংস্থা PTI- এর চেয়ারম্যান নির্বাচিত হলেন অভীক সরকার

দেশের প্রধান সংবাদ সংস্থা PTI বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নির্বাচিত হলেন আনন্দ বাজার গ্রুপ অফ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ও এমেরিটাস সম্পাদক অভীক সরকার৷

PTI-এর পরিচালনা পর্ষদ অভীক সরকারের নির্বাচন অনুমোদন করেছে। অভীকবাবু পাঞ্জাব কেশরী গ্রুপের প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়ার স্থলাভিষিক্ত হলেন।
৭৫ বছরের অভীক সরকার ছাড়া PTI বোর্ডের নতুন সদস্যরা হলেন বিনীত জৈন (টাইমস অফ ইন্ডিয়া), এন রবি (হিন্দু), বিবেক গোয়েঙ্কা (এক্সপ্রেস গ্রুপ), মহেন্দ্র মোহন গুপ্ত (দৈনিক জাগরণ), কে এন শান্ত কুমার (ডেকান হেরাল্ড), রিয়াদ ম্যাথিউ (মালায়ালা মনোরমা), এম ভি শ্রেয়ামকুমার (মাতৃভূমি), আর লক্ষ্মীপতি (দিনামালার), হরমুজি এন কামা (বোম্বে সমাচার), প্রভীন সোমেশ্বর (হিন্দুস্তান টাইমস), বিচারপতি আর সি লাহোতি, দীপক নায়ার, শ্যাম সরণ এবং জে এফ পোচখানওয়ালা।

আরও পড়ুন : মৃত চিনা সেনাদের কবরের ছবি ফাঁস! গালওয়ানে নিহত লাল ফৌজের সেনার সংখ্যা ৩৫-এরও বেশি

Previous articleদুর্দান্ত বাস্কেটবল খেলতেন, মেধাবী রিয়ার কাহিনী শোনাল আগ্রার স্কুল
Next articleBig Breaking: অক্টোবর মাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা