দুর্দান্ত বাস্কেটবল খেলতেন, মেধাবী রিয়ার কাহিনী শোনাল আগ্রার স্কুল

সুশান্তের মৃত্যুর ঘটনায় লাগাতার ৪ দিন জেরা করা হচ্ছে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়ে কখনও মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। তবে অভিনেত্রী রিয়াকে অন্যরকম ভাবে দেখেছে আগ্রার স্কুল।

রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রাক্তন সেনা আধিকারিক। কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে বদলি হয়েছেন তিনি। ফলে একাধিকবার স্কুল পরিবর্তন হয়েছে রিয়ার। আগ্রার একদিন নামী স্কুলে ৫ বছর পড়েছেন অভিনেত্রী। মেধাবী ছাত্রী হওয়ার পাশাপাশি বাস্কেটবল খেলতেন তিনি।

২০০২ থেকে ২০০৭ পর্যন্ত সেন্ট ক্লেয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়েন রিয়া। স্কুলের প্রিন্সিপাল ভাস্কর জেসুরাজ জানান, ২০০২-এ পঞ্চম শ্রেণীতে ভর্তি হন তিনি। ২০০৭-এ নবম শ্রেণীর পরীক্ষায় পাশ করে বাবার সঙ্গে আগ্রা ছেড়ে চলে যান। প্রতিবছর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতেন। স্কুলের গেম টিচার অজিত সিং বলেন, দুর্দান্ত বাস্কেট বল খেলতেন রিয়া। দ্বাদশ শ্রেণীর মেয়েদের বাস্কেটবলে হারিয়ে উইম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। স্কুলের এক প্রাক্তন শিক্ষকের কথায়, ” ছোটবেলা থেকেই অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। একাধিকবার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। তখনই মনে হয়েছিল, ওঁর মধ্যে অভিনেত্রী হওয়ার গুণ রয়েছে।”

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু মামলায় রাজসাক্ষী সিদ্ধার্থ-দীপেশ! অসঙ্গতি রিয়ার কথায়

Previous articleNEET-JEE পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে নেওয়ার দায়িত্ব নেবে বিজেপি! আশ্বাস অর্জুনের
Next articleসংবাদ সংস্থা PTI- এর চেয়ারম্যান নির্বাচিত হলেন অভীক সরকার