Sunday, August 24, 2025

সুশান্তকাণ্ডে মাদক যোগের তদন্ত তত্ত্বাবধানে এবার মুম্বই যাচ্ছেন রাকেশ আস্থানা

Date:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ক্রমেই জটিল হচ্ছে। সব ছাপিয়ে এখন মাদক যোগই বড় হয়ে উঠছে বলে খবর। বলিউডের বহু প্রভাবশালীর নামও এই সূত্রে শোনা যাচ্ছে। মাদক যোগ সরেজমিনে খতিয়ে দেখতে এবার মুম্বই যাচ্ছেন খোদ নারকোটিক কন্ট্রোল ব্যুরোর ডিজি রাকেশ আস্থানা। সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর আস্থানা এখন একইসঙ্গে বিএসএফ ও এনসিবির ডিজি। আগামী রবিবার তিনি মুম্বই যেতে পারেন মাদক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে।

এদিকে সুশান্তের বান্ধবী রিয়ার বক্তব্য, অভিনেতা নিয়মিত মারজুয়ানা নিতেন। তবে তিনি সুশান্তর ড্রাগ ব্যবহারের অভ্যাস বন্ধের চেষ্টা করে গিয়েছেন। রিয়ার আরও দাবি, তিনি নিজে কোনওদিন ড্রাগ ব্যবহার করেননি। যদিও রিয়ার সব বক্তব্য বিনা তদন্তে মানতে নারাজ নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সিবিআই, ইডির পাশাপাশি সুশান্তকাণ্ডে এনসিবির তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, স্যামুয়েল মিরান্ডার মাদক সংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করছেন এনসিবির তদন্তকারীরা। মুম্বইয়ের দুই মাদক পাচারকারী এখন এনসিবির জালে। তার মধ্যে একজন শৌভিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। একইসঙ্গে মাদক যোগে বলিউডের বহু নামজাদা শিল্পী, সুপারস্টার, ডিরেক্টর, প্রোডিউসারের নাম উঠে আসায় তদন্তের পরিধি আরও বাড়ার সম্ভাবনা। এছাড়া গোয়ার যে হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছে সেই গৌরব আরিয়াকে পরপর দুদিন টানা জেরা চালিয়েছে ইডি। গৌরবকে তিনি চিনতেন বলে স্বীকার করেছেন রিয়া। গৌরব রিয়াকে কোনও মাদক সরবরাহ করেছিলেন কিনা, জেরায় তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- ‌ “দোষী সাজানো হচ্ছে রিয়াকে?” অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন স্বরার

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version