Thursday, August 21, 2025

‌ “দোষী সাজানো হচ্ছে রিয়াকে?” অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন স্বরার

Date:

সুশান্তের মৃত্যুর ঘটনায় ফের রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিন কয়েক আগে একটি স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও সুশান্তের দিদি নিতু সিংয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে। ওই চ্যাটের ছবি শেয়ার করে স্বরা লিখেছেন, “সুশান্তের পরিবার তাঁর মানসিক অবসাদের কথা জানতেন ২০১৯ সাল থেকে।”

ওই চ্যাটের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর প্রেসক্রিপশনের দুটি ছবি নিতু সিংকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, শ্রুতি মোদি ওই ছবি দুটি পাঠিয়েছিলেন অভিনেতার দিদিকে। একজন সাইকোথেরাপিস্টের ব্যাপারে কথাও হয় তাঁদের মধ্যে। এই ছবি সামনে আসতেই সরব হন স্বরা। তিনি বলেন, “এটা থেকে প্রমাণ হয় সুশান্তের মানসিক অবসাদের কথা জানত তাঁর পরিবার।” নাম না করে তাঁর প্রশ্ন, “উচ্চ ডেসিবেলে চিৎকার করা সেই সঞ্চালকরা এখন কোথায়?‌ কেন এই খবর এড়িয়ে যাওয়া হচ্ছে? তাহলে কি দোষী সাজানো হচ্ছে?”

যদিও এই প্রথম নয়, রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে আগেও গণমাধ্যমের সমালোচনা করেছেন স্বরা। রিয়ার বাবাকে সাংবাদিক ঘিরে ধরলে, সেই বিষয়েও ক্ষোভ উগরে দেন স্বরা। প্রসঙ্গত, সুশান্তের বাবা জানিয়েছিলেন তাঁর ছেলের মানসিক অবসাদের কথা জানত না পরিবার। এমনকী সুশান্তের যে চিকিৎসা চলছিল তাও জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : ‘সিবিআই হেনস্থা করছে’, ক্ষুব্ধ রিয়া

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version