Thursday, August 21, 2025

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম সমর্থকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম করার অপরাধে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করল বিজেপি দুষ্কৃতীরা। এই ঘটনায় বিলোনিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে । কোনওক্রমে পরিবারটি ঘরের বাইরে চলে আসায় এ যাত্রায় বেঁচে গিয়েছে, না হলে আগুনে পুড়ে মরতে হত পরিবারের সবাইকে। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাজীবচৌধুরী স্ত্রী অভিযোগ করেছেন , পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ একদল দুষ্কৃতী প্রথমে বাড়ির গ্যারেজে এবং পরে ঘরে আগুন লাগিয়ে দেয় । দমকল ও পুলিশে খবর দিলে তারা প্রায় দু ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।
অভিযোগ , পরিবারটি সিপিএম সমর্থক হয় বিজেপির দুষ্কৃতীরা এইভাবে হামলা চালিয়েছে। রাজনৈতিক হিংসা ত্রিপুরায় কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনাযই তার জ্বলন্ত প্রমাণ বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। তারা বলেন, শুধুমাত্র সিপিএমকে সমর্থন করার অপরাধে আমাদের উপর এই ভাবে দিনের পর দিন অত্যাচার চালানো হচ্ছে । ওই পরিবারের অভিযোগ, এই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্যারেজ থেকে ঘর, জামাকাপড়, আসবাবপত্র পুড়ে ছাই। রাজীব চৌধুরীর স্ত্রী আরও অভিযোগ করেন, তার ছেলে দশম শ্রেণীতে পড়ে। কিন্তু তার একটি বইও আর আস্ত নেই। এটা কোন ধরনের মানবিকতার নজির সেই প্রশ্ন তুলেছেন তারা। ত্রিপুরা বিলোনিয়া অঞ্চলে একমাত্র তাদের পরিবার সিপিএম করেন বলে তিনি দাবি করেছেন । বাকিরা ভয়ে বিজেপিতে নাম লিখিয়েছে বলে এদিন তিনি অভিযোগ করেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । তারা এই ঘটনার জন্য সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকে কাঠগড়ায় তুলেছেন ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version