করোনা মোকাবিলায় MP অফিসকে আইসোলেশন ক্যাম্প বানালেন দেব

মহামারি আবহে ফের মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ-অভিনেতা দেব। এবার মানবিক দেব করোনা আক্রান্তদের জন্য নিজের MP অফিসটাই ছেড়ে দিলেন। আক্রান্ত স্থানীয় মানুষজনের কথা ভেবেই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন ক্যাম্প বানিয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। সেখানে আইসোলেসন সেন্টার তৈরির কাজ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। টুইটারে একথা নিজেই জানিয়েছেন দেব।

টুইট করে আইসোলেশন ক্যাম্পের প্রস্তুতির ছবি দিয়ে দেব লিখেছেন, “এমপি অফিসকে আইসোলেশন ক্যাম্প বানানো হল। এটাই এর সঠিক ব্যবহার হবে। আশা করি এই ব্যবস্থা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। আমার মনে হয়, এটাই সঠিক সময় যখন সমস্ত রাজনৈতিক পার্টি অফিস সাধারণের কাজে লাগানো যায়।”