Breaking: মমতার আর্জি মানলেন মুকেশ, ইস্টবেঙ্গল আইএসএলে?

শেষ মুহূর্তে আবার জট না পাকলে এ বছরই আই এস এল খেলবে ইস্টবেঙ্গল। লগ্নিকারী শ্রী সিমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখছেন মুকেশ ও নীতা আম্বানি। মুখ্যমন্ত্রীর চাপ তাঁরা ফেলতে পারেননি। এখন আবার সব ঢেলে সাজানোর কাজ চলছে। কার্যত মমতার একক কৃতিত্বে এবার মান বাঁচল ইস্টবেঙ্গলের। নবান্নসূত্রে খবর তেমনই।

আরও পড়ুন- দেশজুড়ে আরও স্পেশাল ট্রেন চালাবে রেল! বাংলার ভাগ্যে কী আছে জানেন?