পুজোর মরশুম শেষের শীতের(Winter) আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল এবং রাতের দিকে তাপমাত্রার পারদ নামছে বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
মঙ্গলবার সকালের দিকে কুয়াশা ছিল। ফলে তাপমাত্রার পারদ ২৫ এ নেমেছিল। তবে বেলার দিকে পারদ উপরের দিকে উঠবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা নামতে পারে। এখন যা তাপমাত্রা, তা থেকে কমতে পারে প্রায় ৩ ডিগ্রি। তবে বৃহস্পতিবার থেকে ফের জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে রাজ্যে।
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটতে না-কাটতে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও দক্ষিণে মোটের উপর এখন আবহাওয়া থাকবে শুকনো। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে দার্জিলিং এবং কালিম্পঙের দু’একটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আরও কোন জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ভীষণভাবে। ইতিমধ্যেই রাতের দিকে দার্জিলিং কালিম্পঙের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১২-১৩ ডিগ্রির ঘরে।
–
–
–