ভেন্টিলেটর সাপোর্ট ছাড়াই সুস্থ শিশু, কৃতিত্ব রাজ্যের এসএনসিইউ বিভাগের

মাত্র ২৮ সপ্তাহে পৃথিবীর আলো দেখেছিল সে। ওজন ছিল মাত্র ৬২০ গ্রাম। তিন মাসের মধ্যে সেই শিশুকে সুস্থ করে তুলল তুফানগঞ্জ সিক নিউবর্ন কেয়ার ইউনিট। জানা গিয়েছে, কোনও ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়নি। রাজ্যের প্রান্তে থাকা সরকারি সাব ডিভিশনাল হাসপাতালের ২০ বিশিষ্ট নবীনতম এসএনসিইউ এর পরিষেবায় সন্তুষ্ট পরিবারের লোকেরা।

মাত্র ২জন মেডিকেল অফিসার ও ৯জন নার্সিং স্টাফ দিয়েই চলছে সুষ্ঠু পরিষেবা। ডা. সুকেশ কুমার দন্ডপাত বলেন ” এই এসএনসিইউ- তে এরাজ্যের পাশাপাশি অসমের শিশুদের চিকিৎসা করা হয়।” তিনি আরও জানান, “উচ্চ শিক্ষার জন্য আমাদের দুই চিকিৎসক চলে গিয়েছেন। তাই প্রায় ৮ মাস ধরে দুই চিকিৎসককেই চালাতে হচ্ছে এসএনসিইউ। একই কারণে নেই প্রয়োজনীয় নার্সিং স্টাফও।”

আরও পড়ুন : নৌকা করে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে দাগী চোর