Wednesday, November 12, 2025

সাফল্যের পরও চাকরি অনিশ্চিত ! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Date:

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হয়েছে । পরীক্ষার ফলও প্রকাশিত । কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, সম্মিলিত স্নাতক স্তরের (এসএসসি, সিজিএল) ২০১৭-এর সফল পরীক্ষার্থীরা এখনও নিয়োগপত্র হাতে পাননি।

এসএসসি তো তাও পরীক্ষা নিয়েছে, রেলের অবস্থা তো আরও খারাপ। গত বছর ফেব্রুয়ারিতে আরআরবি (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর ১৭ মাস কেটে গেলেও পরীক্ষা হয়নি। কবে হবে, জানেন না চাকরিপ্রার্থীরাও। এবার এই সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠাল গণসংগঠন জাতীয় বাংলা সম্মেলন। মঙ্গলবার চিঠিতে এই সমস্ত সমস্যাগুলি তুলে ধরেন জাতীয় বাংলা সম্মেলনের সদস্যরা।

এই সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন,” দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। মানুষ অর্থ সংকটে ভুগছেন। এইরকম অবস্থায় সাফল্যের পরও কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র পেতে বছরের পর বছর কেটে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হলেও হচ্ছে না পরীক্ষা। এই বিষয়গুলি অভিযোগ জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছে।”

জাতীয় বাংলা সম্মেলন এর পক্ষ থেকে কেন্দ্রীয় নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে আরও একটি দাবি তোলা হয়। বাংলার সংস্কৃতি ,ঐতিহ্য, অধিকার রক্ষায় লড়াই করা এই সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা এবং সাঁওতালি ভাষাকেও বেছে নেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলি যেন সংসদ অধিবেশনে উঠে আসে তাই বিভিন্ন দলের সাংসদদের চিঠি দিয়েছে সংগঠনটি। এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version