Wednesday, November 5, 2025

সাফল্যের পরও চাকরি অনিশ্চিত ! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Date:

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হয়েছে । পরীক্ষার ফলও প্রকাশিত । কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, সম্মিলিত স্নাতক স্তরের (এসএসসি, সিজিএল) ২০১৭-এর সফল পরীক্ষার্থীরা এখনও নিয়োগপত্র হাতে পাননি।

এসএসসি তো তাও পরীক্ষা নিয়েছে, রেলের অবস্থা তো আরও খারাপ। গত বছর ফেব্রুয়ারিতে আরআরবি (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর ১৭ মাস কেটে গেলেও পরীক্ষা হয়নি। কবে হবে, জানেন না চাকরিপ্রার্থীরাও। এবার এই সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠাল গণসংগঠন জাতীয় বাংলা সম্মেলন। মঙ্গলবার চিঠিতে এই সমস্ত সমস্যাগুলি তুলে ধরেন জাতীয় বাংলা সম্মেলনের সদস্যরা।

এই সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন,” দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। মানুষ অর্থ সংকটে ভুগছেন। এইরকম অবস্থায় সাফল্যের পরও কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র পেতে বছরের পর বছর কেটে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হলেও হচ্ছে না পরীক্ষা। এই বিষয়গুলি অভিযোগ জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছে।”

জাতীয় বাংলা সম্মেলন এর পক্ষ থেকে কেন্দ্রীয় নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে আরও একটি দাবি তোলা হয়। বাংলার সংস্কৃতি ,ঐতিহ্য, অধিকার রক্ষায় লড়াই করা এই সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা এবং সাঁওতালি ভাষাকেও বেছে নেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলি যেন সংসদ অধিবেশনে উঠে আসে তাই বিভিন্ন দলের সাংসদদের চিঠি দিয়েছে সংগঠনটি। এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version