জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ ৯ রাজ্যের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সোমবারই সিদ্ধান্ত নিয়েছিলেন , জিএসটি ক্ষতিপূরণ নিয়ে মোদি সরকারের প্রস্তাব খারিজ করে দেবেন। এ বার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি লিখে জানানো শুরু করলেন, জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রকেই মেটাতে হবে। ক্ষতিপূরণের অর্থ রাজ্যকে ঋণ নেওয়ার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে তা তাঁরা মানছেন না। প্রয়োজনে কেন্দ্র নিজে ধার করে ক্ষতিপূরণ মিটিয়ে দিক, এমনই দাবি করেছে বিভিন্ন রাজ্য ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, জিএসটি ক্ষতিপূরণ মেটানোর আইনি ও সাংবিধানিক দায়বদ্ধতা কেন্দ্র এড়িয়ে যেতে পারে না। তামিলনাড়ুতে এনডিএ-র শরিক এডিএমকে-র মুখ্যমন্ত্রী ই পলানীস্বামীও মোদি সরকারের কাছে দাবি তুলেছেন, জিএসটি ক্ষতিপূরণ মেটানোর তহবিলে টাকা না-থাকলে কেন্দ্রকেই ধার নিতে হবে। কেন্দ্রের থেকে লিখিত প্রস্তাব পাওয়ার পরে তা খারিজ করার তালিকায় এখনও পর্যন্ত ৯টি রাজ্য সামিল হয়েছে।  রাজ্যগুলির এই বিদ্রোহের মুখেই অর্থ মন্ত্রকের কপালে ভাঁজ অগস্ট মাসের জিএসটি আয় নিয়ে ।কারণ, গত বছরের তুলনায় এবার অগস্টে প্রায় ১২ শতাংশ কম আয় হয়েছে।

Previous articleনিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী! জাতীয় সড়ক থেকে উদ্ধার ছাত্রের স্কুটি-হেলমেট
Next articleলাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চিন, রিপোর্ট পেশ ভারতীয় গোয়েন্দাদের