Wednesday, August 20, 2025

ফিরে এলো ঐশীর স্মৃতি, JNU-তে ফের ABVP-এর বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ

Date:

ফিরে এলো SFI নেত্রী ঐশী ঘোষের নিগ্রগ হওয়ার কলঙ্কিত স্মৃতি। ফের ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। অভিযোগ স্নাতকোত্তর এক ছাত্রকে হোস্টেলের মধ্যেই ব্যাপক মারধরের অভিযোগ উঠল। তার নাম বিবেক পাণ্ডে। অভিযোগের তির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) দিকে।

বিবেকের অভিযোগ, গতকাল বুধবার রাতে আচমকা হোস্টেলে তাঁর রুমে ঢুকে একদল উগ্র পড়ুয়া। কিছু বুঝে ওঠার আগেই তাকে বেধড়ক মারা হয়। এই ছাত্ররা সকলেই এবিভিপি-র সমর্থক বকে দাবি করে বিবেক। অন্যদিকে, বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (এআইএসএ)-র সক্রিয় সদস্য বলে পরিচিত বিবেক পাণ্ডে।

আয়সার পক্ষ থেজে জানানো হয়েছে, ওই পড়ুয়াদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবিভিপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, দুই বাম ছাত্র সংগঠন আয়সা এবং এসএফআই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবসময় অশান্তি পাকিয়ে রাজনীতি চেষ্টা করে।

JNU ভারতের সেরা ও এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এলাকার পড়ুয়াদের মেধা প্রশ্নাতীত। কিন্তু সেখানেও মাঝেমধ্যে অশান্তি ঘটে থাকে।

উল্লেখ্য, এ বছরই JNU ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল একদল মুখোশধারী দুষ্কৃতীর। তাদের এলোপাথাড়ি আক্রমণে আহত হন SFI নেত্রী ঐশী ঘোষ-সহ একঝাঁক পড়ুয়া। সেই ঘটনায় আক্রান্ত হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। মাথা ফেটে ছিলো ঐশীর। সেবারও জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের। এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় তোলা হয়েছিল এবিভিপি-কে। যে ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল শিক্ষা থেকে রাজনৈতিক মহলে। সেই টাটকা স্মৃতির মধ্যেই ফের একবার ভারতসেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিগ্রহের এমন ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন- বাস্তবের বিদ্যার দেবী! দুর্গম পথ পেরিয়ে শিক্ষাদানের নজির ঊষার

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version