অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে স্কুলে ভাঙচুর, কোথায় জানেন?  

দীর্ঘ লকডাউনের মধ্যেই অনলাইন ক্লাস চলেছে। তাই ফি মকুব না করে বরং পড়ুয়াদের কাছে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নেওয়ায় অভিযোগ উঠলো ফের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। যার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা।

আরও পড়ুন:স্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্ত নিতে ফের বৈঠক শুক্রবার

অভিভাবকদের দাবি, করোনা আবহে ও লকডাউনের সময় কঠিন আর্থিক অনটনের মধ্যে টিউশন ফি ছাড়া অন্য সব ফি মকুব করতে হবে। টিউশন ফি ছাড়া বাড়তি ফি দিতে নারাজ অভিভাবকরা। কিন্তু এই নিয়ে আলোচনায় বসতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। অবশেষে আজ সেই ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে।

এদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শুধু প্রতিবাদ নয় রীতিমতো ভাঙচুর করা হয় উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের ওই নামী ইংরেজি মাধ্যম স্কুলে। দীর্ঘসময় বিক্ষোভ দেখানোর পর স্কুলের গেট ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন একাংশ।