Thursday, November 13, 2025

“বাম আমলে রাস্তা ভালো” বুথ সভাপতির কথায় মেজাজ হারালেন অনুব্রত

Date:

বাম আমলে রাস্তা ভালো ছিল। বুথ সভাপতি এই কথায় মেজাজ হারালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকী, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পরে অবশ্য অনুব্রত জানান, দলের অন্দরে সামান্য ক্ষোভ কথা বলেই মিটে যাবে।
একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার বিভিন্ন পঞ্চায়েতে বুথ ভিত্তিক কর্মিসভা করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা তৃণমূল। বুধবার প্রথম কর্মিসভা হয় সিউড়ি পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে। এদিনের বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের মাজিগ্রামের বুথ সভাপতি গণেশ রায়কে বিজেপির কাছে দলের পিছিয়ে পড়ার কারণ নিয়ে প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। উত্তরে গণেশ রায় জানান, বেহাল রাস্তার জন্যই লোকসভা নির্বাচনে ওই গ্রামের দুটি বুথ থেকে প্রায় তিনশোর কাছাকাছি ভোটে বিজেপির থেকে পিছিয়ে পড়েছে দল। আগামী বিধানসভা নির্বাচনের আগে গ্রামের মূল রাস্তা অর্থাৎ মাঝিগ্রাম থেকে হাতোড়া পর্যন্ত বেহাল রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি করেন তিনি। আর এই দাবিকে ঘিরেই ক্ষুব্ধ হন অনুব্রত।
বুথ সভাপতি বলেছিলেন ‘‘বাম আমলে রাস্তায় সাইকেলটা চলতো, এখন আর সেটাও চলে না।’’ গণেশ রায়ের মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাঁকে বুথ সভাপতিকে পদ থেকে সরানোর নির্দেশ দিন অনুব্রত। তারপরেই সভা ছেড়ে বেরোতে শুরু করেন গণেশ এর অনুগামীরা। শেষ পর্যন্ত জেলা পরিষদের মেন্টর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ সিংহের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও পারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, রাস্তা সরানো নিয়ে দলের অন্দরে একটি ক্ষোভ দেখা দিয়েছিল। সেটা কথা বলেই মিটিয়ে নেওয়া যাবে। এই বিষয়টিকে খুব একটা আমল দিতে রাজি হননি বীরভূমের কেষ্ট দা। যদিও সূত্রের খবর, গণেশের অনুগামীদের মধ্যে অসন্তোষ কমেনি।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version