এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকড। ট্যুইটার সংস্থা সংবাদ সংস্থা রয়টারকে এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, বিষয়টি তাঁরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে। অ্যাকাউন্টটিকে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে যথাযথ সুরক্ষা দিতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করছেন। narendramodi_in এই ট্যুইটার হ্যান্ডেলে একের পর এক ট্যুইট করে বলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করুন ক্রিপ্টো কারেন্সিতে। সেখানে জন উইকস নামে একজন দাবি করেছে, হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্ট হ্যাক করেছি। আমরা কোনও পেটিএম মল হ্যাক করিনি। প্রধানমন্ত্রীর এই এই ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টের সঙ্গে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট যুক্ত। যার ফলোয়ার সংখ্যা ২৫ লক্ষ।
