Monday, November 3, 2025

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খয়রাশোল। শুক্রবার দুপুরে পঞ্চায়েত অফিসের ছাদ থেকে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দলের নেতার বিরুদ্ধে। পালটা হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের খয়রাশোলের বাবুইজোড় পঞ্চায়েত অফিস। মূহুর্মূহু বোমাবাজির পাশাপাশি চলল গুলি। প্রায় ১ ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ।

অভিযোগ, খয়রাশোলের বাবুইজোড় গ্রামপঞ্চায়েতটির দখল রয়েছে তৃণমূলের আবদুর রহমান গোষ্ঠীর হাতে। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ স্থানীয় হরিহাটতলা গ্রামের অনুন্নয়ন নিয়ে স্মারকলিপি দিতে যান কেদার ঘোষ গোষ্ঠীর লোকেরা। পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান বলে অভিযোগ। আবদুর রহমান গোষ্ঠীর এক নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। সেই সময়ের মতো কেদার গোষ্ঠীর লোকজন ফিরে গেলেও, কিছুক্ষণের মধ্যে পঞ্চায়েত অফিসের সামনে প্রচুর মানুষ নিয়ে তাঁরা উপস্থিত হন। অভিযোগ, অফিস লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছোড়া হয়। মাস্কেট থেকে চালানো হয় গুলি। প্রায় ১ ঘণ্টা ধরে এই হামলায় পঞ্চায়েত অফিস এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি ও বাইক।

ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ।ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা ও গুলির খোল উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে থাকছে না কোনও প্রশ্ন-উত্তর পর্ব

Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version