Tuesday, November 11, 2025

রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের

Date:

রাজ্য-রাজভবন সংঘাত জিইয়ে রেখে পাঁচকর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি জানানো হল। প্রশাসনের বিরুদ্ধে রাজভবনের উপর ‘নজরদারির’ অভিযোগের ভিত্তিতেই এই আবেদন বলে অনুমান বিশেষজ্ঞ মহলের।

কর্মরত আধিকারিক ও কর্মীদের ফিরিয়ে নিতে বলে চিঠি গিয়েছে রাজ্যপাল কার্যালয় থেকে- তার মধ্যে চারজন অফিসার এবং এক জন জমাদার। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প কর্মী-অফিসার পাঠাতে বলা হয়েছে নবান্নকে। এই আর্জি মেনে নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন : শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

যে চারজন অফিসারকে বদলির আর্জি গিয়েছে, তাঁদের মধ্যে তিন জন রাজ্য সরকারি দফতরের কর্মী। তাঁদের ফিরিয়ে নিতে অসুবিধা নেই। কিন্তু এক আধিকারিক এবং জমাদার রাজভবনের নিয়ন্ত্রণাধীন কর্মী। তাঁদের ক্ষেত্রে কী করা হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে নবান্ন সূত্রে খবর।
জগদীপ ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই তাঁর সঙ্গে রাজ্যের সংঘাতের অব্যাহত। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর জগদীপ ধনকড়। সব কথার উত্তর না দিলেও বেশ কিছু ক্ষেত্রে তার জবাব দিয়েছে নবান্ন। এমনকী তাঁর এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। সব কিছু ছাপিয়ে কয়েক দিন আগে ধনকড় অভিযোগ করেন, রাজভবনের উপরে নজরদারি চালানো চলছে। রাজভবনের নথি চলে যাচ্ছে প্রশাসনের হাতে। রাজভবনের বেশির  ভাগ অফিসার-কর্মীকে যে হেতু রাজ্য সরকারই পাঠায়, তাই নজরদারির অভিযোগের পরে ওই অফিসার-কর্মীদের দিকেই আঙুল উঠছে। এই বিতর্ক থেকেই সম্ভবত রাজভবন এতজনের বদলি চেয়েছে বলে মত অনেকের। সরকারি ভাবে অবশ্য কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

কিছু দিন আগে পৃথক একটি সচিবালয় চেয়ে রাজভবনের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়। সেই বিষয়ে এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানায়নি নবান্ন।

আরও পড়ুন : মদন মিত্রের ওপর স্টিং অপারেশন চালাতে গিয়ে গ্রেফতার তিন বিজেপি কর্মী

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version