শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

শিক্ষক দিবসের এই বিশেষ দিনটিকে স্মরণ রেখে উদ্বোধন হলো “ফ্রি কম্পিউটার”। ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং কেন্দ্রের এমন সামাজিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের এখানে বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন : পাবজি হারিয়ে ‘রবি স্মরণ’ চিনের

এই এম ডি, ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং সেন্টারে কলকাতার যেকোনো জায়গার ছেলে মেয়েরা বিনামূল্যে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে বলে জানিয়েছেন এই সংস্থার কর্ণধার মহম্মদ জাহিদ। তিনি আরও জানিয়েছেন, তাঁর বড় ছেলে মহম্মদ আতিফ জাহিদ ২০১১ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান খোলা হল।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, বর্তমানে ২০টি কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ চলবে। পরে আরও ১০০টি কম্পিউটার আনা হবে। শুধু তাই নয়, এখানে পরীক্ষার মাধ্যমে সবচেয়ে সফল দু’জন ছাত্র ছাত্রীর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেও জানিয়েছেন। এবং তারা যত দূর পড়াশোনা করবে তার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন।

আরও পড়ুন : বিনোদনে আইফোন দাবি যুবকের, টুইটে যোগ্য জবাব সোনুর

Previous articleঅরুণাচলপ্রদেশ থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে চিনা সেনা!
Next articleমদন মিত্রের ওপর স্টিং অপারেশন চালাতে গিয়ে গ্রেফতার তিন বিজেপি কর্মী