Wednesday, November 5, 2025

দিল্লি IIT-র চাকরি৷ পদটি অস্থায়ী৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে মাত্র ৩ মাসের জন্য৷

এই পদে আবেদন করার শর্ত :

১) ২১ থেকে ৩৫ বছর বয়স হতে হবে৷

২) স্নাতক হতে হবে৷

৩) কম্পিউটারে excel, word, pdf ফাইল জানতে হবে৷

৪) বিভিন্ন NGO-র সঙ্গে কথা বলার যোগ্যতা থাকতে হবে৷

৫) দিল্লি IIT ক্যাম্পাসের কাছাকাছি এলাকার বাসিন্দা হতে হবে৷

৬) নিজস্ব ফোর-হুইলার থাকতে হবে৷

৭) ইংরেজি ও হিন্দিতে কথা বলতে ও লিখতে জানতে হবে৷

৮) IIT-র পড়ুয়া, শিক্ষক এবং ক্যাম্পাসের বাসন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷

আরও দু’টি শর্ত আছে৷ সেই শর্তদু’টি ক্রমশ প্রকাশ্য৷ তার আগে জেনে নিন কোন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে৷

পদটির নাম ‘ ডগ হ্যান্ডলার’৷ মাসিক বেতন ৪৫ হাজার টাকা৷ ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনীতে ডগ-স্কোয়াডও আছে৷ সেই সারমেয়দেরই দেখভাল করার চাকরি৷

এবার বাকি দু’টি শর্ত ঠিক কী জেনে নেওয়া যাক:

৯) সারমেয়কে ভ্যাকসিন, ওষুধ, IV ইনজেকশন দিতে জানতে হবে এবং খাওয়াতেও জানতে হবে

১০) প্রয়োজনে গাড়ি চালিয়ে অসুস্থ সারমেয়কে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে৷

এই সব শর্ত যারা পূরণ করতে পেরেছেন, তাদের ইন্টারভিউ হয়েছে শনিবার ৫ সেপ্টেম্বর ৷

ভাবা যায়না, এ দেশে সারমেয় দেখভালের চাকরির জন্য স্নাতক প্রার্থী চাওয়া হয়েছে৷ শুধু তাই-ই নয়, প্রার্থীকে কম্পিউটার জানতে হবে, ইংরেজি-হিন্দিও জানতে হবে৷ এবং গাড়ি থাকতে হবে৷ বলা হয়েছে, যারা ‘মাত্র’ এই ক’টা শর্ত পূরণ করতে ব্যর্থ হবেন, তারা আবেদনই করবেন না৷

দিল্লি-IIT সব সীমা ছাড়িয়ে গেলো৷

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version