Sunday, November 2, 2025

হিন্দির অন্যতম জনপ্রিয় রিয়াল্যাটি শো বিগবস-১৪ শুরু হচ্ছে ৪ অক্টোবর। নতুন সিজনে প্রতিযোগী কারা হবেন তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন নাম প্রকাশ হল সাত জনের। বাকিদের নাম জানা না গেলেও ইতিমধ্যে ‘রাধে মা’- কে নিয়ে হইচই শুরু হয়েছে।মধুচক্র থেকে যৌন নির্যাতন, স্বঘোষিত গুরু মা, রাধে মা নাকি এবার বিগ বসের প্রতিযোগী হতে পারেন, শোনা যাচ্ছে এমনটাই। এ নিয়ে জল্পনা চললেও, কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা গিয়েছে, এবারের বিগ বসে দেখা যাবে জেসমিন ভাসিন, নিশান্ত সিং মালকানি, নেহা শর্মা ও ইজাজ খান, পবিত্র পুনিয়া, নয়না সিং, কুমার জানু। এঁরা ইতিমধ্যেই শো-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : “অভিনন্দন ভারত”, কেন এমন বললেন রিয়া চক্রবর্তীর বাবা?

জেসমিন ভাসিন, এই অভিনেত্রীকে সম্প্রতি দেখা যাচ্ছে “খাতরো কে খিলাড়ি মেক ইন ইন্ডিয়াতে”। নাগিন-৪ এ অভিনয় করেছিলেন তিনি।এতদিন রিয়্যালিটি শো-তে আসতে রাজি না হলেও এখন তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নিশান্ত সিং অভিনেতা মালকানি গুড্ডন তুমসে না হো পায়েগা শো ছেড়ে আসছেন শোতে। বলিউড অভেনত্রী নেহা শর্মাও থাকবেন প্রতিযোগী হিসেবে। থাকছেন অভিনেতা ইজাজ খান, অভিনেত্রী পবিত্র পুনিয়া।তিনি ডেটিং রিয়্যালিটি শো স্পিটস ভিলা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। পরে অভিনয় করেছিলেন নাগিন-৩ তেও।একটা কাপুরের সিরিয়াল কুমকুম ভাগ্য ছেড়ে বিগ বসে যোগ দিচ্ছেন অভিনেত্রী নয়না সিং।আর কে থাকছেন জানেন? কুমার জানু। বিখ্যাত গায়ক কুমার শানুর ছেলে তিনি।

আপাতত সাতজনের তালিকা হলেও বাকি সাত নিয়ে জল্পনা। তবে রাধে মা শো-তে এলে বিষয়টা কেমন হবে, সেটাই দর্শকরা ভাবছেন।

‘বিগ বস’- এর সঞ্চালক হিসেবে থাকছেন ‘ভাইজান’। সঞ্চালক হিসেবে তিনি ‘বিগ বস’-এ ভীষণ জনপ্রিয়। সেটা বুঝেই বিপুল দর হাঁকিয়েছেন সল্লু মিয়া। লকডাউনে তিনি পানভেলার রিসর্টে সময় কাটিয়েছেন। এবার কাজে ফিরছেন তবে বিপুল পারিশ্রমিক নিয়ে।আগের সিজনে তিনি সঞ্চালনার জন্য পেয়েছিলেন ২৫০ কোটি। আর এবার এক ধাক্কায় সেটা ৪৫০ কোটি হতে চলেছে। প্রতি পর্বের জন্য তিনি ২০ কোটি নেবেন এমনটাই জানা গিয়েছে।ফলে, ছবির থেকে বেশি আয় সলমন খান করতে চলেছেন রিয়্যালিটি শো-থেকে।

তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে যেভাবে সল্লু ভাইয়ের নাম জড়িয়েছে, তাতে তাঁর জনপ্রিয়তা আগের মতোই থাকবে কি না, তা বলবে সময়।

Related articles

শুরুতে বাধা বৃষ্টি, বিশ্বকাপ ফাইনালে বিনোদনের মহাধামাকা, মাঠে নক্ষত্র সমাবেশ

মহিলা বিশ্বকাপের (ICCWomen World Cup 2025 Final) জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করে বর্ণময় সমাপ্তি অনুষ্ঠান। রবিবার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে...

বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

বর্তমান রাজ্য সরকারের অনুপ্রেরণায় চিকিৎসা এখন বাংলার মানুষের ঘরে ঘরে। সাধারণ রোগ থেকে জটিল রোগে বাংলাতে চিকিৎসা করাকেই...

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...
Exit mobile version