Friday, November 7, 2025

করোনা-যোদ্ধা ও সফল পড়ুয়াদের সম্মান প্রদর্শন কাঁকুড়গাছিতে

Date:

উত্তর কলকাতার প্রাচীন ক্রীড়া, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন ‘কাঁকুড়গাছি অভিযান ক্লাব’ রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান জানায়। একইসঙ্গে এই অনুষ্ঠানে মহামারি পরিস্থিতিতেও মানুষের কাছে সবরকম খবর পৌঁছে দিয়ে সামাজিক দায়িত্ব পালন করার জন্য কয়েকজন সাংবাদিককে বিশেষ স্বীকৃতি জানানো হয়৷ সংগঠনের সচিব রঞ্জিত দে জানিয়েছেন, সাংবাদিক শুভাশিস ঘটক, জে সাগর, দেবাশিস দাস, শ্রাবনী গুপ্ত, সুব্রত রায়, পরিতোষ দুবে, বুদ্ধদেব ঘোষ, সুকুমার মিত্র, দীপঙ্কর নাগকে ‘করোনা যোদ্ধা’ সম্মানে সম্মানিত করা হয়েছে৷ এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষে স্থানীয় কয়েকজন শিক্ষক এবং করোনা আবহে ঝুঁকি নিয়ে কাজ করা কয়েকজন পরিবহন কর্মী, সিভিক পুলিশ এবং গত ২৬ মার্চ, লকডাউনের মধ্যেই এক অসহায় রোগীর প্রাণ বাঁচাতে নিজের রক্ত দেওয়া সিভিক পুলিশ কর্মী দেবোপম বল-কে বিশেষ সম্মান জানানো হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এলাকার ৪ জন বাসিন্দাকেও এদিন তাঁদের লড়াইয়ের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়েছে৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল৷ সংগঠনের গৌতম সোম চৌধুরি, মনোজ দত্ত, সোহম শিকদার, অভীক দাস, বলাকা দাশগুপ্ত, রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, অলক রায়ের ঐকান্তিক চেষ্টায় অনুষ্ঠান পরিবেশ মনোরম হয়ে উঠেছিলো।সংগঠনের তরফে রঞ্জিত দে এদিন বলেন, করোনা- কালে ক্লাবের সদস্যরা টানা ৪৫ দিন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দো-বেলা রান্না করা খাবার তুলে দিয়েছে৷ বিসি রায় শিশু হাসপাতালে আসা রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে৷ মানুষকে সচেতন করতে বাজারে নিরাপদ দূরত্ব-সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে রাস্তায় নেমেছে । ক্লাবের তৈরি মাস্ক তুলে দিয়েছে সাধারণ মানুষের হাতে৷

আরও পড়ুন- ফের জট, “ব্যাকডোর লাইসেন্সিং” নিয়ে বিতর্কে ইস্টবেঙ্গল

 

 

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version