Wednesday, August 20, 2025

দলীয় নেতার শাস্তিতে ক্ষুব্ধ রবীন কেন বিমানের সঙ্গে ঝগড়া করলেন?

Date:

বিমান বসুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন দলের বর্ষীয়ান নেতা। আর সে নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেই বিস্মিত জিজ্ঞাসা, কেন এমন করলেন কমরেড!

ঘটনাস্থল সিপিএমের রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠক। শুক্রবার। বিমানের সঙ্গে ঝগড়ায় জড়ালেন বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার সুপারিশের ভিত্তিতে হলদিয়ার নেতা শ্যামল মাইতিকে জেলা কমিটি এবং জেলা সম্পাদকমন্ডলী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন রবীন দেব। রবীন রাজ্য কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের দায়িত্বে। রবীন আর শ্যামলের সম্পর্ক যথেষ্টই ঘনিষ্ঠ। তাই শ্যামলের বিরুদ্ধে কমিশন হওয়ার পরেই ক্ষোভ বাড়ছিল রবীনের। রাজ্য কমিটিতে শাস্তির খবর শুনে আর নিজেকে ধরে রাখতে পারেননি।

দলের বৈঠকে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শ্যামলের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন। তিনি জানান, জেলার সুপারিশের ভিত্তিতে শ্যামলকে জেলা কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলী থেকে সরিয়ে দিয়ে শুধু পার্টি কর্মী করে রাখা হচ্ছে। ভার্চুয়াল বৈঠকে ছিলেন দলের সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তাঁদের উপস্থিতিতে রবীন বলে ওঠেন, এটা কেন হলো? এটা কোন মিটিংয়ে ঠিক হয়েছে? বিমান বসু বলেন, জেলা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকে সূর্যকান্ত, মিনতি ঘোষ ছিলেন। তুমিও ছিলে। তুমি কথা বলে বেরিয়ে গিয়েছিলে। মিনিটসে সে কথা লেখাও আছে।

বিমানের এই কথায় আরও উত্তেজিত হয়ে পড়েন রবিন। বলেন, আমি আর পূর্ব মেদিনীপুর যাব না। আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। এবার রেগে গিয়ে আরও কিছু বলতে চাইছিলেন রবিন দেব। তাকে থামান মহম্মদ সেলিম। বলেন, তুমি বেকার মুখে মুখে তর্ক করছো কেন? তোমার কিছু বলার থাকলে সেটা সেক্রেটারিয়েটে বলার সুযোগ রয়েছে তো! অপ্রস্তুত হয়ে বর্ষীয়ান রবীনের এই ঝগড়াঝাটি দেখছিলেন সূর্যকান্ত। তাঁর অস্বস্তির কারণ, বৈঠকে ছিলেন দলের সম্পাদক ইয়েচুরিও। কিন্তু শ্যামলকে বাঁচাতে কেন রবিনের এই তৎপরতা? কোন স্বার্থ? কোন বন্ধুত্ব? কোন বোঝাপড়া? চটে লাল বিমান-সূর্যরা এবার সেই তথ্য খুঁজতে বসেছেন। ঝামেলায় পড়ে রবীন বলছেন, মত বিনিময় হতেই পারে। কোনও ঝগড়ার প্রশ্ন নেই। কিন্তু শাক দিয়ে কী আর মাছ ঢাকা যায়!!

আরও পড়ুন-  ভাঙড়ে ফুল-মিষ্টি সহযোগে পুরোনো কর্মীদের মান ভাঙিয়ে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক তৃণমূলের

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version