Thursday, August 21, 2025

টেলিকম সংস্থা আইডিয়া এবং ভোডাফোন সংযুক্তিকরণের পর বদলে গেল নাম। শুধু নাম নয় বদলালো লোগোও। ভোডাফোন আইডিয়ার নতুন নাম হল ‘ভিআই’।

দু’বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম সংযুক্তিকরণ সম্ভব হয়েছে, জানিয়েছেন ভোডাফোন আইডিয়া’র সিইও রবিন্দর টক্কর। এখন কর্তৃপক্ষের আশা, দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই ‘ভিআই’।

প্রসঙ্গত, টেলিকম সংস্থাগুলির বকেয়া স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি সংক্রান্ত মামলার সম্প্রতি চূড়ান্ত রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। মোট ৫৮,২৫৪ কোটি বকেয়া মেটাতে হবে ভোডাফোনকে। এখনও পর্যন্ত মাত্র ৭৮৫৪ কোটি টাকা তারা মিটিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১০% দিতে হবে আগামী মার্চ মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই জরুরি বৈঠকে শেয়ার ছেড়ে এবং ঋণপত্রের মাধ্যমে ২৫ হাজার কোটির তহবিলের পরিকল্পনায় সায় দিয়েছেন ভোডাফোন আইডিয়া পর্ষদ। এই ঘোষণার পর এই সংস্থার শেয়ারদর ১৩ শতাংশ-র বেশি উঠেছিল। তবে নয়া সংযুক্তিকরণ ঘোষণার মাধ্যমে আরও বেশি লাভ আশা করছে টেলিকম সংস্থা।

সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “ভোডাফোন আইডিয়া এবার রিব্র্যান্ডিং হয়ে ‘ভিআই’ হল। ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন গ্রুপ বছর তিনেক আগেই ভারতের কুমারমঙ্গলাম আইডিয়া সেলুলার অধিগ্রহণ করে। তারপর থেকেই সংস্থার পরিচিতি ছিল ভোডাফোন আইডিয়া হিসেবে। দুটি সংস্থার লোগোই ব্যবহার হতো। এবার তা এক হয়ে নতুন নাম ও লোগো চালু হলো। সোমবার ভোডাফোন গ্রুপের সিইও নিক রিড এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমেই এই ঘোষণা করেন।

রিলায়েন্স জিও আসার পর থেকেই মার্কেট শেয়ার কমে যাওয়ার আশঙ্কা করছিল ভোডাফোন। তাই এক সময়ে বাজারে অদ্বিতীয় শক্তি হিসেবে টিকে থাকতে সংস্থা সংযুক্তিকরণ এর কথাই চিন্তা করছিল এ সংস্থার পরিচালন পর্ষদ। একসময় জিওর সঙ্গে সংযুক্তিকরণের কথাও উঠেছিল। তবে পরবর্তীতে আইডিয়া সেলুলারের সঙ্গে মিশে যায় ভোডাফোন।

জেনে নিন নয়া সংস্থা ভিআই-এর মোবাইল প্ল্যান গুলি

আরও পড়ুন- কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভার তল্লাশি, অভিযোগ রাজনৈতিক অভিসন্ধির

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version