Monday, May 5, 2025

পূর্ব লাদাখে চিনা লাল ফৌজের রক্তচক্ষু। অরুণাচল প্রদেশ থেকে পাঁচ যুবককে অপহরণের অভিযোগ। দুই জায়গাতেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা যখন ক্রমবর্ধমান, চিন ফের স্পষ্ট করল অরুণাচল প্রদেশকে তারা স্বীকৃতি দেয়নি। অরুণাচল চিনেরই অংশ। দক্ষিণ তিব্বতের একটি অঞ্চল।

অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে মানতে বরাবরই নারাজ চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ানের এমন দাবি ফের উস্কে দিয়েছে বিতর্ক।পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের উপস্থিতিতে উত্তেজনা বাড়ছে। উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পরও ভারতীয় ভূ-খণ্ড থেকে সরছে না চিনের সেনা। এরপর পরিস্থিতি জটিল হয় শনিবার অরুণাচল প্রদেশের নাচো সার্কেলের পাঁচ যুবককে অপহরণের খবরে। অভিযোগ সেরা ৭ জঙ্গল এলাকা থেকে তাজিন সম্প্রদায়ের পাঁচ জনকে তুলে নিয়ে যায় লাল ফৌজ। ভারতীয় সেনা বিষয়টি জানতে চেয়ে জরুরি ভিত্তিতে চিনকে বার্তা পাঠালে তারা সাফ জানায়, এ নিয়ে কিছু জানা নেই। এই প্রসঙ্গ ধরেই মুখ খোলে চিনের বিদেশ মন্ত্রক। জানায়, অরুণাচল চিনের অংশ। আর ভারতীয় যুবকদের নিখোঁজের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই।

আরও পড়ুন : প্যাংগংয়ে এলএসি পেরিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, দাবি চিনের

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু রবিববার হট লাইনে চিনকে বার্তা পাঠিয়েছিলেন। চিনের এমন কথাবার্তা যে এদেশ মোটেই ভালো চোখে দেখছে না স্পষ্ট করা হয়েছে।জানা গিয়েছে, শনিবার জঙ্গলে গিয়েছেন তাজিন সম্প্রদায়ের পাঁচ যুবক। তাঁদের পরিবার ও অরুণাচলের কয়েকজন জনপ্রতিনিধির অভিযোগ, চিনা বাহিনী ওই যুবকদের অপহরণ করেছে। সূত্রের খবর, নিখোঁজের তালিকায় রয়েছে টচ সিংগম, প্রসাত রিংলিং, ডোংতু এবিয়া, তানু বাকের ও নাগারু দিরি।

মে মাসের মধ্যভাগ থেকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দাঁড়িয়ে রয়েছে চিনের ফৌজ। তখন থেকেই উত্তেজনা। ভারতের ভূ-খণ্ডে থাকা কয়েকটি ফিঙ্গার পয়েন্টও তারা দখল করে রয়েছে বলে সূত্রের খবর। ১৫ জুন ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে চিনা হামলার পর সতর্ক ভারতও। আলোচনায় বিষয়টি মিটিয়ে নিলে ভালো, নয়তো ভারতও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না স্পষ্ট করে দেওয়া হয়েছে। চুশুল-সহ একাধিক জায়গায় উত্তজেনা প্রশমনে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারত-চিনের সেনা কম্যান্ডার স্তরের উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। কিন্তু তার পরেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার ক্রমাগত আনাগোনা স্পষ্ট। উপগ্রহ চিত্রে সেখানে চিনা সেনার তত্পরতা ধরা পড়েছে।

এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে ভারতের মনোমালিন্য দীর্ঘদিনের। সাম্প্রতিক ঘটনায় চিন-ভারত সম্পর্ক আরও জটিল হচ্ছে বলেই বিশেষজ্ঞদের মত।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version