Saturday, August 23, 2025

কোভিড মোকাবিলায় রক্ত-প্লাজমা দান, তবু সমালোচনার শিকার পুলিশ: মুখ্যমন্ত্রী

Date:

কোভিড যোদ্ধা হিসেবে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পুলিশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবান্নে মঙ্গলবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এবছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় ১ তারিখ অনুষ্ঠান পালন করা যায়নি। সেজন্যেই ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই অনুষ্ঠান রাজ্য জুড়ে পালিত হয়। এই উপলক্ষে কলকাতার এবং রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, অতিমারি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, এমনকী রক্ত-প্লাজমা দান করেছে পুলিশ। মানবিক হয়ে কাজ করছে। কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের করোনা আক্রান্ত হতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত রক্ত-প্লাজমা দান করেছেন তাঁরা।
৭৯৬৩ জন পুলিশ কাজ করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন। ২৪ জন পুলিশকর্মী মারা গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হচ্ছে। প্রচুর সরকারি কর্মী ও করোনা মোকাবিলায় গিয়ে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
এর পাশাপাশি এদিন পুলিশ কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের কনস্টেবল পদে উন্নীত করা হয়েছে।
মমতা বলেন, কলকাতা পুলিশের সঙ্গে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হত। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও এখন ভালো কাজ করছে। কিন্তু সামান্য ভুল ত্রুটি হলেও তাদের কুৎসা করা হয়। এমনকী পুলিশের পরিবারকেও খারাপ ভাবে আক্রমণ করা হয়।

পুলিশ মানবিক হয়ে কাজ করছে। যেকোনো পরিস্থিতিতেই পুলিশ এগিয়ে এসে কাজ করে। আগে পুলিশের কাজ কম ছিল, এখন সব কাজই করতে হয় পুলিশকে। আমফানের সময় বিডিও, ডিএম দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে পুলিশ। এতসব কাজের পরেও আইনশৃঙ্খলা রক্ষা করে তারা। অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে পুলিশকে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – পুজোর গুজব: কান ধরে ওঠবোসের চ্যালেঞ্জ মমতার

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version