Monday, May 5, 2025

পুজোয় নির্দেশাবলী জারি করেছে রাজ্য সরকার। এমন একটি পোস্ট কয়েকদিন ধরেই ঘুরছে হোয়াটসঅ্যাপে। মঙ্গলবার, নবান্নে ‘পুলিশ ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টের তীব্র সমালোচনা করেন। এ বিষয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ওদের নাম নিলে বেশি প্রচার পেয়ে যাবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্গাপূজা নিয়ে গেরুয়া শিবিরের আইটি সেল মিথ্যা প্রচার করছে। যারা এই পোস্টটি করেছে, তাদের ধরার ব্যবস্থা করার নির্দেশ দেন ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। একইসঙ্গে তিনি বলেন, অভিযুক্তরা ধরা পড়লে তাঁদের সর্বসমক্ষে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পুজো নিয়ে সরকার কোন বৈঠকই করেনি। এমনকী অতিমারি পরিস্থিতিতে এই বৈঠকের দিন ধার্যও হয়নি। এমতাবস্থায় সরকারকে হেয় করতে এবং তাদের ‘পুজো বিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা করতেই এই অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন কেন? সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন। এরপরেই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি প্রমাণিত হয়, দুর্গাপুজা নিয়ে যে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, তা রাজ্য সরকার করেছে, তাহলে তিনি নিজের সব দায় গ্রহণ করে শাস্তি নেবেন।

সাইবার ক্রাইম কঠোর হাতে দমন করার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অপরাধ সাংঘাতিক অপরাধ। এটা নিঃশব্দে মানুষ মেরে ফেলতে পারে, দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। পুলিশকে অত্যন্ত গুরুত্ব সহকারে সাইবারক্রাইম দমন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজন হলে, যেসব সাংবাদিকের চাকরি চলে গেছে, যারা ডিজিটালে কাজ জানে তাদের দেখে নিয়ে কাজ করানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। যাঁরা বিশ্ববিদ্যালয় পড়ছেন, তাঁদের এই কাজে যুক্ত করা যেতে পারে। পরবর্তীকালে এই কাজের সার্টিফিকেট তাঁদের সুযোগ দেবে।

আরও পড়ুন : পুলিশ ডে-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version