Saturday, August 23, 2025

কোভিড মোকাবিলায় রক্ত-প্লাজমা দান, তবু সমালোচনার শিকার পুলিশ: মুখ্যমন্ত্রী

Date:

কোভিড যোদ্ধা হিসেবে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পুলিশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবান্নে মঙ্গলবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এবছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় ১ তারিখ অনুষ্ঠান পালন করা যায়নি। সেজন্যেই ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই অনুষ্ঠান রাজ্য জুড়ে পালিত হয়। এই উপলক্ষে কলকাতার এবং রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, অতিমারি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, এমনকী রক্ত-প্লাজমা দান করেছে পুলিশ। মানবিক হয়ে কাজ করছে। কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের করোনা আক্রান্ত হতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত রক্ত-প্লাজমা দান করেছেন তাঁরা।
৭৯৬৩ জন পুলিশ কাজ করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন। ২৪ জন পুলিশকর্মী মারা গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হচ্ছে। প্রচুর সরকারি কর্মী ও করোনা মোকাবিলায় গিয়ে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
এর পাশাপাশি এদিন পুলিশ কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের কনস্টেবল পদে উন্নীত করা হয়েছে।
মমতা বলেন, কলকাতা পুলিশের সঙ্গে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হত। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও এখন ভালো কাজ করছে। কিন্তু সামান্য ভুল ত্রুটি হলেও তাদের কুৎসা করা হয়। এমনকী পুলিশের পরিবারকেও খারাপ ভাবে আক্রমণ করা হয়।

পুলিশ মানবিক হয়ে কাজ করছে। যেকোনো পরিস্থিতিতেই পুলিশ এগিয়ে এসে কাজ করে। আগে পুলিশের কাজ কম ছিল, এখন সব কাজই করতে হয় পুলিশকে। আমফানের সময় বিডিও, ডিএম দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে পুলিশ। এতসব কাজের পরেও আইনশৃঙ্খলা রক্ষা করে তারা। অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে পুলিশকে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – পুজোর গুজব: কান ধরে ওঠবোসের চ্যালেঞ্জ মমতার

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version