লাদাখের পরিস্থিতি গুরুতর, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বেই, বললেন জয়শঙ্কর

লাদাখের পরিস্থিতি গুরুতর। স্বীকার করলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, লাদাখের পরিস্থিতি অতি গুরুতর। এই বিষয়ে আমাদের আরও অনেক অনেক গভীর পর্যালোচনা করার দরকার রয়েছে। সীমান্ত পরিস্থিতি খারাপ হলে গত ৩০ বছর ধরে ভারত ও চিনের মধ্যে যে সম্পর্ক তাও নষ্ট হবে। বিদেশমন্ত্রীর মন্তব্য, সীমান্ত পরিস্থিতিকে দুদেশের পারস্পরিক সম্পর্ক থেকে আলাদাভাবে দেখলে চলবে না। সীমান্ত পরিস্থিতির আঁচ দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বেই। এটা মাথায় রেখেই আমাদের আলোচনা চালাতে হবে, শান্তি ও সুস্থিতির পথ খুঁজতে হবে। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী। আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় আট দেশের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর। তার আগে জয়শঙ্করের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

Previous articleপ্যাংগংয়ে এলএসি পেরিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, দাবি চিনের
Next articleবিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় কোভিড আক্রান্ত