Monday, November 10, 2025

Breaking: নিষিদ্ধ মাদকযোগে গ্রেফতার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী

Date:

Share post:

গ্রেফতার হলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। মঙ্গলবার তৃতীয় দিনের জেরায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরো। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সংগ্রহ ও সরবরাহের গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি মাদক সেবন করতেন বলেও অভিযোগ এনসিবির। রিয়ার গ্রেফতারি সুশান্ত মৃত্যুরহস্যে নতুন মাত্রা যুক্ত করল। সেইসঙ্গে বলিউড ও নিষিদ্ধ মাদকের সম্পর্কেরও পর্দা ফাঁস হতে চলেছে। এর আগে এই তদন্তে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের দুই কর্মচারী স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্ত।

এনসিবির দ্বিতীয় দিনের জেরায় নিষিদ্ধ মাদক সংক্রান্ত প্রশ্নে বলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেতা,পরিচালক ও প্রযোজকের নাম তদন্তকারীদের জানিয়েছেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে মাদকাসক্ত বলেও উল্লেখ করেছেন তাঁর বান্ধবী। সূত্রের খবর, বলিউডের প্রভাবশালী তারকা মহলে কীভাবে খুল্লামখুল্লা নিষিদ্ধ মাদকের ব্যবহার হয় এবং এই মাদকচক্র কতটা শক্তিশালী সেই বর্ণনা দিয়েছেন রিয়া। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন ভাই শৌভিক চক্রবর্তীর মাধ্যমে সুশান্তের জন্য মাদক সরবরাহের পুরো তথ্যই তার নিজের গোচরে ছিল। রিয়া নিজে নিষিদ্ধ মাদক নেওয়ার কথা অস্বীকার করলেও তিনি ড্রাগ নিতেন বলে জানিয়েছেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা। শুধু তার ভাই শৌভিক নয়, রিয়ার সঙ্গেও মাদক পাচারকারীদের নিয়মিত কথা ও যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দ্বিতীয় দিনের জেরায় রিয়া নিজেও তা স্বীকার করে নেন। এনসিবির হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী বসিত তাদের বাড়িতে এসেছিল বলেও জেরায় জানিয়েছেন রিয়া। সোমবার দ্বিতীয় দফার জেরায় রিয়াকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। ভাইয়ের সামনে মুখোমুখি জেরায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন রিয়া। স্বীকার করে নেন তাঁর মাদক যোগের কথা। নিষিদ্ধ মাদক কেনাবেচা সংক্রান্ত আরও বিস্তারিত সূত্র পেতে এবং বিভিন্ন তথ্যের অসঙ্গতি দূর করতে রিয়াকে বসানো হয় ধৃত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্তের সঙ্গেও। তারা সকলেই মাদক যোগের বিষয়ে রিয়া চক্রবর্তীর সরাসরি যুক্ত থাকার কথা জানিয়েছেন, যা শেষপর্যন্ত অস্বীকার করতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী।

আরও পড়ুন : সুশান্তের দিদির বিরুদ্ধে রিয়ার অভিযোগ সিবিআইকে দিল মুম্বই পুলিশ

spot_img

Related articles

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...