Wednesday, November 5, 2025

দু’বছর পর পিপির বাড়িতে বেড়াতে এসেছে তিন্নি। ১২ বছরের তিন্নির পছন্দ ভাজাভুজি। কিন্তু ডিম ছাড়া তিনি আবার কিছুই খান না।রুমিলার মাথায় হাত। আদরের ভাইঝিকে কী খাওয়াবেন?  ভাবতে ভাবতেই ফোন আর্শিকে। হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। রান্নাটা ওর প্যাশন। তার পরামর্শেই রুমিলা করে ফেললেন এগ ফিঙ্গার। রইল রেসিপি।

উপকরণ- ডিম, স্বাদমতো নুন, গোলমরিচ, মিহি আদা কুঁচি, কর্নফ্লাওয়ার, ময়দা, চিলি ফ্লেক্স, ব্রেড ক্রাম্ব

প্রণালী- চার-পাঁচটা ডিম ভেঙে একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিন। দিন স্বাদমতো নুন। আদা কুঁচি, গোল মরিচ গুঁড়ো মেশান। এবার মিশ্রনটা টিফিন বক্সে ভাপিয়ে নিন। আবার কড়াইতে সামান্য জল দিয়ে তারওপর  কোনও পাত্রে ফেটানো ডিম দিয়ে ঢাকা দিলেও ভাপানো হয়ে যাবে।

জিনিসটা দেখতে কিছুটা কেকের মতো হবে। এবার ভাপানো ডিমগুলো হাতের আঙুলের মতো সরু করে কেটে নিন।একটি পাত্রে নিন একচামচ কর্নফ্লাওয়ার ও ময়দা। তার সঙ্গে নুন ও চিলি ফ্লেক্সে মিশিয়ে নিন। আর একটি পাত্রে একটি ডিম ফেটিয়ে নিন। আর একটি প্লেটে রাখুন ব্রেড ক্রাম্ব।

আরও পড়ুন : লেবানিজ নাইটে রাত হোক মধুর!

এবার ডিমের টুকরো গুলো ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে ডুবিয়ে দিন গুলে রাখা ডিমে। সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্ব মাখান ভালো করে। আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখান। ফিশ ফিঙ্গারের মতো শেপ দিন। তারপর ডিপ ফ্রাই করে নিন। বাইরে থেকে বোঝার উপায় থাকবে না এটা ফিশ নয়, এগ ফিঙ্গার। পরিবেশনের সময় দিন কাসুন্দ বা মেয়োনিজ ডিপ।

আরও পড়ুন : আনলক পর্বে উইকএন্ডে চলুন গড় পঞ্চকোট

আর তিন্নি কিন্তু তার পিপির হাতে ডিম ফিঙ্গার খেয়ে কথা দিয়েছিল ছ’মাসে একবার আসবে পিসির বাড়ি।আর তাতেই খুশি রুমিলাদেবী।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version