Sunday, November 2, 2025

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মহুয়ার

Date:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। অভিনেত্রীর জন্য কেন্দ্রের অতি সক্রিয়তা মোটেই ভালো চোখে দেখছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নিজের টুইটার হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন সাংসদ।

কঙ্গনাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, “ভারতে প্রতি ১ লক্ষ জনসংখ্যা পিছু পুলিশকর্মীর সংখ্যা ১৩৮ জন। সারা বিশ্বের ৭১টি দেশের মধ্যে তালিকায় পিছন দিক থেকে পঞ্চম স্থানে। সেই দেশে একজন বলিউড টুইটার সেলিব্রিটি Y+ শ্রেণির নিরাপত্তা পাবেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি পরিকাঠামোর এর থেকে ভালো ব্যবহার আর কী বা হতে পারে?”

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরই সরব হন কঙ্গনা রানাওয়াত। বলিউডের নেপোটিজম নিয়ে মুখ খোলেন তিনি। এমনকী মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এর পরই মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার চক্ষুশূল হয়েছেন অভিনেত্রী। কঙ্গনাকে সরাসরি হারামখোর বলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এমনকী মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় মানালি থেকে মহারাষ্ট্র ফিরতে নিষেধ করা হয় অভিনেত্রীকে। তাতে আরও ক্ষিপ্ত হন কঙ্গনা।

এই ঘটনার পর গত রবিবার ভিডিও বার্তায় কঙ্গনা সাফ জানান, ৯ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার তিনি মুম্বই ফিরবেন। কঙ্গনার এই ভিডিও বার্তার পর তৎপর হয় শিবসেনা সরকার। সোমবার কঙ্গনার মুম্বইয়ের দফতরে হাজির হন বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। নোটিশ ঝুলিয়ে দেয় তারা। তাদের বক্তব্য, বেআইনি ভাবে ওই নির্মাণ করা হয়েছে। অবিলম্বে ভবনে যাবতীয় বাণিজ্যিক গতিবিধি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। এরপরই Y+ শ্রেণির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এটি দেশের তৃতীয় সর্বোচ্চ শ্রেণির নিরাপত্তা।

আরও পড়ুন : জোর করে ঘরবন্দি রেখে ওষুধ খাওয়াতো, পরিবারের বিরুদ্ধে সরব আমির খানের ভাই ফয়জল

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version